তুলে নেওয়া হল পবিত্র কা’বার চারপাশের অস্হায়ী দেয়াল।পবিত্র কাবা ঘরের চারপাশ থেকে অস্হায়ী দেয়াল বা বাউন্ডারি তুলে নেওয়ার আদেশ দিয়েছেন হারামাইন শরীফাইনের প্রেসিডেন্ট ইমাম ও খতিব শায়খ ড.আব্দুর রহমান আল সুদাইসি৷করোনার মহামারীর কারণে দীর্ঘ আড়াই বছর পবিত্র কাবা শরীফের চারপাশে অস্থায়ী দেয়াল ছিল । এই দেয়াল বা বাধা অপসারণ করা হয়েছে আজ থেকে।
যাতে পবিত্র ওমরাহ্ পালনকারী ও কাবা তাওয়াফ কারীরা পবিত্র কাবার দেয়ালে স্পর্শ করা বা হাত লাগিয়ে, বুক লাগিয়ে দোয়া করতে পারছেন হাতেমে নামাজ আদায় সহ ইবাদত করতে পারছেন এবং হাজরে আসুওয়াদে চুম্বন করতে পারছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩আগস্ট/জই