একটু আগে শেষ হয়ে গেল আইপিএলের নিলাম। তিন বছরের জন্য সবাই দল গুছিয়ে নিয়েছে। চোটাঘাত ঝামেলা না করলে বা অন্য কোনো কারণে কেউ সরে না গেলে ২০২২ আইপিএলে এঁদেরই দেখা যাবে বিভিন্ন দলের ডাগআউটে।নিলামে বরাবরের মতোই চমক দেখিয়েছেন অনেকে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ডেভিড ম্যালান দল পাননি আইপিএলে। ওদিকে শীর্ষ বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা আইপিএল নিলামে শ্রীলঙ্কান ক্রিকেটারদের রেকর্ড ভেঙেছেন। আবেশ খান ভেঙেছেন জাতীয় দলে না খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম তোলার রেকর্ড।
প্রতিটি দল নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়েই নেমেছিল আইপিএলে, কোনো খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে। এবারের আইপিএলের ১০ দল ৩৩ জন খেলোয়াড়কে নিলামের আগেই নিয়ে রেখেছিল। ইচ্ছা থাকার পরও যাঁদের ধরে রাখতে পারেনি, তাঁদের কেনার চেষ্টা করেছে নিলামে। যাঁদের ধরে রাখতে পারেনি, তাঁদের মধ্যে সেরাদের টেনে নেওয়ার চেষ্টা করেছে দলগুলো। এসব ক্ষেত্রেই নিলাম জমেছে।
কোনো খেলোয়াড়কে পেতে কোন দল কতটা মরিয়া, সেটা বোঝা গেছে দাম দেখেই। একজন ক্রিকেটার যত গুরুত্বপূর্ণ, তাঁর জন্য তত বেশি আগ্রহ দেখিয়েছে দল, সে কারণেই চড়েছে সেই খেলোয়াড়ের দাম।
এ ক্ষেত্রে নিলামের আগে ধরে রাখা খেলোয়াড়কেও হিসাবে আনা হয়েছে। হাজার হলেও নিলামের আগেই কিনে রেখে তাঁরা কত গুরুত্বপূর্ণ, সে বার্তা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শুধু একটি দল নিলাম থেকে ধরে রাখা খেলোয়াড়ের চেয়েও বেশি মূল্যে খেলোয়াড় দলে টেনেছে।
চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা ১৬ কোটি রুপি
দীপক চাহার ১৪ কোটি রুপি (নিলাম)
দিল্লি ক্যাপিটালস
ঋষভ পন্ত ১৬ কোটি রুপি
শার্দুল ঠাকুর ১০.৭৫ কোটি রুপি (নিলাম)
গুজরাট টাইটানস
হার্দিক পান্ডিয়া ১৫ কোটি রুপি
রশিদ খান ১৫ কোটি রুপি
লকি ফার্গুসন ১০ কোটি রুপি (নিলাম)
কলকাতা নাইট রাইডার্স
শ্রেয়াস আইয়ার ১২.২৫ কোটি রুপি (নিলাম)
আন্দ্রে রাসেল ১২ কোটি রুপি
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
লোকেশ রাহুল ১৭ কোটি রুপি
আবেশ খান ১০ কোটি রুপি (নিলাম)
মুম্বাই ইন্ডিয়ানস
রোহিত শর্মা ১৬ কোটি রুপি
ঈশান কিষান ১৫.২৫ কোটি রুপি (নিলাম)
পাঞ্জাব কিংস
মায়াঙ্ক আগারওয়াল ১২ কোটি রুপি
লিয়াম লিভিংস্টোন ১১.৫০ কোটি রুপি (নিলাম)
রাজস্থান রয়্যালস
সাঞ্জু স্যামসন ১৪ কোটি রুপি
প্রসিধ কৃষ্ণা ১০ কোটি রুপি (নিলাম)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি ১৫ কোটি রুপি
হর্শাল প্যাটেল ১০.৭৫ কোটি রুপি (নিলাম)
ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০.৭৫ কোটি রুপি (নিলাম)
সানরাইজার্স হায়দরাবাদ
কেইন উইলিয়ামসন ১৪ কোটি রুপি
নিকোলাস পুরান ১০.৭৫ কোটি রুপি (নিলাম)
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৩ফেব্রুয়ারি/আদিল