ভোলায় পুলিশের উপস্থিতে সাংবাদিক সহ কোটা সংস্কার আন্দোলন কারীদের উপর, ভয়াবহ হামলা চালিয়েছে বহিরাগতরা।ভোলা সরকারি কলেজে প্রধান ফটকে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে ছাত্রদল কর্মীরা শিক্ষার্থীদের উপর ভয়াবহ নির্যাতন সহ তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩ টার দিকে কলেজের ১ নম্বর গেটের সামনে পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।সরেজমিন ঘুরে দেখা যায়, কয়েক দফায় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর। এ ছাড়াও কলেজ ক্যাম্পাস এলাকায় বেশ কয়েকবার ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে কোটা বিরোধী শিক্ষার্থীদের হুমকি দেয়।
বেলা ৩ টার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী কলেজের সামনের সড়কে একটি মিছিল বের করে। এ সময় বেশ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলার ভিডিও চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় এবং দু’জন সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। এ ছাড়াও ছাত্রদলের হামলায় স্বাধীন ভোলা নিউজ ২৪ ডটকম নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল গুরুতর আহত হয়েছে।
পুলিশের উপস্থিতিতে এ রকম হামলার ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, কোটা বিরোধী শিক্ষার্থীদেরকে মিছিল না করার জন্য অনুরোধ করা হয়েছে। এরপরও তারা মিছিল করায় ছাত্রদলের নেতাকর্মীরা বাঁধা দিয়েছে। এতে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এবং একজন সাংবাদিক আহত হয়েছে। যিনি আহত হয়েছেন তাকে পুলিশ উদ্ধার করে নিরাপদে নিয়ে এসেছে।
তবে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা ঘটনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
bdnewseu/18July/ZI/bhola