কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত।কক্সবাজার জেলা বিএনপি কুতুবদিয়া উপজেলা এবং মহেশখালী পৌরসভা বিএনপির কমিটি স্থগিত করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ার ম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী।
কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গত ১১ ডিসেম্বর সাবেক ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদকে আহ্বায়ক এবং এম.এ ছালাম কুতুবীকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
অন্যদিকে, মহেশখালী পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ১৫ ডিসেম্বর গঠন করা হয়েছিল। এতে সাবেক ছাত্রনেতা আখতার হোসেন আহ্বায়ক এবং মোঃ জাহাঙ্গীর আলম সদস্য সচিব ছিলেন। কমিটিকে এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল।
কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।
Economist/25December/ZI/bnpcox