• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে দ্য ইকোনমিস্ট
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জি নেআগুন ,জরুরী অবতরণ হযরত শাহজালাল আন্ত র্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কি শ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে প্লেনটি জরুরি অবতরণ করা হয়। এতে ২৯০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।মঙ্গলবার (২০ মে) সকাল সাতটায় এ ঘটনা ঘটে।জানা গেছে, টার্কিশএয়ারলাইন্সের টিকে৭১৩ (TK 713) ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল বিমানবন্দর থেকে সকাল সাতটার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন পাইলট।

বিমানটি ঢাকায় জরুরী অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করেন। এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় দেখতে পান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জাতীয় সংবাদ মাধ্যম কে বলেন, উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। ওই মুহূর্তে ইঞ্জিনে আগুনের ফুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন এবং বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে জরুরী অবত রণের ব্যবস্থার জন্য অনুরোধ করেন।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের ২৯০ জন যাত্রী নিরাপদ আছেন। সাধারণত ঢাকা থেকে তার্কিশ এয়ারলাইন্সে যাত্রীরা ইউরোপের বিভিন্ন দেশ ,যুক্তরাষ্ট্র ও কানাডা সহ আর অনেক দেশে ভ্রমণ করে থাকেন। প্রথমে ঢাকা থেকে ইস্তাম্বুল যেয়ে বিমান পরিবর্তন (ট্রানজিট) করে যার যারগন্তব্যে চলে যান।

Economist/21May/ZI/Fake


আরো বিভন্ন ধরণের নিউজ