• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক ইকোনোমিস্ট ডেক্স ইতালি
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক।গতকাল ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমো থেকে শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ৷ সামাজিক মাধ্যমে ‘সন্ত্রাসবাদের উস্কানি’ দেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়৷শুধু ইতালি নই সমগ্র ইউরোপ ধীরে ধীরে বাংলাদেশী অভিবাসীদের জন্য কঠিন থেকে কঠোর হচ্ছে বলে অভিবাসন বিশেষজ্ঞগণ মত দিচ্ছেন।

মঙ্গলবার (১৩ মে) দুই বাংলাদেশী নাগরিককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসি ডেন্ট ও পরিবহণমন্ত্রী মাত্তেও সালভিনি। নিজের ভেরিফায়েড ফেইসবুক পোস্টে তিনি বলেন, “জিহাদ এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না৷ তাদেরকে এখনই বহিস্কার (ইতালি থেকে) করা হোক।”

ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসারের খবরে বলা হয়, আটক ওই দুই বংলাদেশি সামাজিক মাধ্যমে ‘জিহাদ করার আহ্বান’ জানিয়ে পোস্ট দিয়েছিলেন৷সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদেরকে আটক করা হয়৷ তাদেরকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

আটক দুই ব্যক্তির বয়স ১৮ ও ২১ বছর৷ ইতালির সংবাদমাধ্যম আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রচারণা সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে৷ তাছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া এবং সহিংস কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার ও  অভিযোগ রয়েছে বলে জানান ইতালির পুলিশ প্রশাসন ।Economist/17May/ZI/Italy


আরো বিভন্ন ধরণের নিউজ