সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে বাংলাদেশের ভিতরে এবং বাইরের একটি দেশ। সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন বাংলাদেশে আসেন তেমনি মার্কিন কিছু সৈনিক ও বাংলাদেশে এসেছিলেন তা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছিল কিছু গুষ্ঠি। আসল কারণ টা হচ্ছে কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণি ঝড় কবলিত ভিকটিমদের উদ্ধার তৎপরতার প্রশিক্ষণ দিয়েছে আমেরিকান সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।
গত ১৮ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় বুধবার (২১ মে)। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর সংলগ্ন প্যারাসাইলিং পয়েন্টে ৪ দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম বুধবার সকালে শেষ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
তিনি বলেন, ‘আমেরিকান অ্যাম্বেসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমানবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দেয়। বুধবার প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা।
এই প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণকারী কর্মী ’তানহারুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষ আমেরিকান সেনা ও বিহানীর সদস্যরা বুধবার কক্সবাজার থেকে চলে গেছেন।’
Economist/22May/ZI/Politics