• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

“ক্ষুধা” বিশিষ্ট লেখক,কবি ও বৈমানিক মাহ্ফুজুল আলম

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স থেকে সাহিত্য সংস্কৃতি
আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

“ক্ষুধা” মাহ্ফুজুল আলম

আমিতো কখনও মিলিয়ে গাইনি
গায়েনের মত গান,
যে কথা কবির পদ্যে ছেঁপেছে
আমার গায়ের ঘ্রাণ।

আজ শুধু নয়, সেদিন হতে
বেড়েছিল সুদে ঋণ,
সুদ-কষে তা দিতেছি চলে
বেঁচে আছি যদ্দিন।

চোক্ষু ধারার ছাড়িয়ে যাওয়া
কিনবা মদ্য পান,
না দেখা ভ্রুনের চিৎকার করা
নষ্টের অপমান।

আমি সে চরম দুঃখি-!

তিমির আলোয় যবে না খোদা
দেখেনা ক্ষুধার রাত,
কেমন করে সে পিষ্ঠে চালায়
বড়লোকিদের হাত?

তবু কভু আমি বলিনা খোদা
হে দয়াময় রহমান,
বুক-মানিকেরে মাফ করো নিয়ে
সপি যদি মোর প্রাণ।

ছেলে যে ক্ষুধায় কাঁদে -!

ক্ষুধায় ক্লান্ত করে না আমারে
কত যে দিয়েছি মেপে,
ও কথা গুনে বলতে হবে না
ও পাড়ার ঘরে গিয়ে।

আকাশ ফাটিয়ে বলতে হলেও
দু’দানা ভাতের টানে,
ছেলেরে হারাতে চাইনা সেভাবে
যেভাবে হারি’ছি মাকে।

আমি অতি ভুকা এক বাবা -!

আমার পিষ্ঠে জোর যত আছে
তোর হাতে কিসে’ জ্বালা?
চামার বুকে কাঁদে না যেন
চালা-সে চাবুক চালা।

দিন শেষে যত বাংলা দামাল
মুখ উঁচু করি রয়,
তোদের পায়ে পিষ্ঠ হয়েও
দুঃখিদের খুব সয়।

তবুও দয়া যে কর -।

আমার বুকের মানিকের মুখে
ভাবলি ক্ষুধার পাপ?
সারা বাংলার হাজার বাপের
সম দারিদ্রের ছাপ।

তোমার মেয়েকে তুমি ভালোবাসো
আমার কমতি কিসে?
মা হারা মেয়েকে জলে মেরেছি
পাঁজড় গিয়েছে পিষে।

কন্ঠে ছিল সে তেজ!

বিধাতা বুঝি ঢের বুঝে গেছে
বাপেরে নিয়েছে ফের,
পথ্য অভাবে বাপ শুয়ে আছে
কবরে পেয়েছে টের।

তিন যুগ ধরে পিছে ফিরে দেখি
কত মায়া ভরা বুক,
বটবৃক্ষের ছাঁয়া নাই আজ
কোথা’ পাবো সেই মুখ?

কত দিন সবে শুনি।

আজকে যা কিছু দেখিছো তোমরা
অভুক্তদের দান,
বইয়ের পাতায় ছেঁপে উপহাস
আমাদেরই অপমান।

আমার বাছা না খেয়ে মরে
গরিবের ধন যত,
তোমাদের পায়ে লাথি খেয়ে তবে
কতজনা হলো গত।

আজি হলো সেই দিন।

দিনে দিনে যত ঋণ বেড়েছে
হয়না যদি সে মিছে,
যদি তা না পারো আমাদের নাম
বই হতে দাও মুছে।

তিমির রাত্রি শেষ করে আজ
প্রথম পূর্বাকাশ,
গলা চিৎকারে রক্তাবো আমি
যদি গলে দাও ফাঁস।।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ