ঝালকাঠিতে চোখের ভাইরাস বিস্তার লাভ করেছে। ঝালকাঠিতে চোখের ভাইরাস রোগ বিস্তার লাভ করেছে। বর্তমানে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার প্রচুর ছাত্র এই চোখের এই ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। গত ১ সপ্তাহ ধরে এই রোগটি ধীরেধীরে বিস্তার লাভ করছে। চিকিৎসকরা জানিয়েছেন এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি ভাইরাস আক্রান্ত একটি এক ধরণের ছোঁয়াছে রোগ। যারা আক্রান্ত হয়েছে তাদের কাছ স্পর্শের বাইরে থাকলে আক্রান্ত হওয়ার ঝঁূকি কম থাকে এবং চোখের ভাইরাস মুক্ত ড্রপ ব্যবহার করতে হবে। ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আবুয়াল হাসান জানান, এই রোগ শুধু ঝালকাঠিতেই নয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে। এন এস কামিল মাদ্রাসায় একসঙ্গে শতশত ছাত্র পড়াশোনা ও আবাসিক ব্যবস্থার মধ্যে থাকার কারণে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে বেশি।
ঝালকাঠির সদর হাসপাতালে মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের চিকিৎসার জন্য টিকিট কাউন্টারের সামনে লাইন দিয়ে টিকিট কিনতে দেখা গেছে। এ সময়ে এই শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন জানান, তারা মাদ্রাসা প্রতিষ্ঠানে আবাসিক ছাত্রাবাসে থাকে। তাদের মত আক্রান্ত অনেক শিক্ষার্থী হাসপাতালে না এসে বাহির থেকে চিকিৎসা করিয়েছেন। প্রাথমিক লক্ষণ এই রোগে আক্রান্তদের প্রথমে চোখ লাল হয় এবং জ্বালা-যন্ত্রণা করে। ৭/৮ দিন ধরে জ্বালা-যন্ত্রণা থাকে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১অক্টোবর/জই