• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন

Kabir Ahmed Diplomatic Correspondents Economist National Desk
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন।ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি ফ্লাইট অবতরণ করতে না পেরে আশপাশের বিমানবন্দরে চলে যায়।রবিবার (২২ ডিসেম্বরে) হযরত শাহজালাল আন্তর্জা তিক বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে শনি বার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ১টি ফ্লাইট চট্ট গ্রামে, ২টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, ১টি হায়দরাবাদ আন্তর্জা তিক বিমানবন্দরে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ওমান থেকে আগত সালাম এয়ারের একটি, কুয়েত থেকে আগত জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট। এছাড়া সৌদির রিয়াদ থেকে আগত সৌদি অ্যারাবিয়ান এয়ারলা ইন্সের ফ্লাইটটি হায়দরাবাদ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আগত ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, কুয়াশার কারণে ফ্লাইট গুলো সকালের অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। পরবর্তী সময়ে ফ্লাইটগুলো যাত্রীসহ ঢাকায় এসে অবতরণ করেছে।

উল্লেখ্য যে,ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। এ মৌসুমে তাপ মাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে। কোনো কোনো জেলার টানা মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

এদিকে রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলঅ হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপ মাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Economist/23December/ZI/weather


আরো বিভন্ন ধরণের নিউজ