• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

খালেদা জিয়া ৫ মে দেশে ফিরছেন বিমান বাংলাদেশের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন

Online desk at the Economist uk
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

খালেদা জিয়া ৫ মে দেশে ফিরছেন বিমান বাংলাদেশের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন।দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আগামী ৫ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার আগমণকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।এর মধ্যেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ছেন খালেদা জিয়া। অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে তার যাত্রাপথ সহজ করতে প্রস্তাব দেওয়া হলেও, তা ফিরিয়ে দিয়েছেন তিনি, যাতে অন্য যাত্রীদের কোনও ভোগান্তি না হয়।

শুক্রবার (২ মে) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বেগম জিয়া বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। ৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রস্তাব আসে—তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় ফ্লাইটের নির্ধারিত রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার। তবে বেগম জিয়া এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি স্পষ্ট করে জানান, তার জন্য বিমানের অন্য যাত্রীদের সামান্য কষ্টেও ফেলতে তিনি রাজি নন। উল্লেখ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন সিলেট ঢাকা হয়ে পরিচালিত হয়ে থাকে। কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য ঢাকা হয়ে সিলেট যাওয়ার সিদ্ধান্ত জানালে তিনি তা ফিরিয়ে দেন বলে জানিয়েছেন।

তাঁর এই সিদ্ধান্তে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও প্রশংসার সুর ধ্বনিত হচ্ছে। অনেকেই একে একজন রাজনৈতিক নেত্রীর মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

প্রায় পাঁচ মাস আগে, ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। তখন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ব্যবস্থাপনায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যুক্তরাজ্যে যান। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে ওঠেন তিনি এবং সেখান থেকেই চিকিৎসা গ্রহণ করেন।

বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থরাইটিসসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। সূত্র জানিয়েছে, তাঁর সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান দেশে   ফিরতে পারেন।সূত্র আরো জানিয়েছেন ইতিপূর্বেই জুবাইদা রহমান  বাংলাদেশ সরকারের নিকটে নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ।

Economist/3May/ZI/bnp


আরো বিভন্ন ধরণের নিউজ