• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

বাংলাদেশে আইটি ও সবুজায়নে সহায়তা করতে আগ্রহী সুইডেন

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

বাংলাদেশে আইটি খাতে ও সবুজায়নে সহায়তা করতে আগ্রহী সুইডেন ।তথ্যপ্রযুক্তি (আইটি) খাত এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে সুইডেন। শুক্রবার (১৬ জুন) স্টকহোমে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে, সুইডেনের স্টেট সেক্রেটারি এ আগ্রহের কথা জানান।সুইডেন বাংলাদেশের আইটি খাতের উন্নয়ন ও সবুজ রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।

এশিয়া-কে প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক স্টেট সেক্রেটারি হাকান জেভরেল। বিকশিত ভূ-রাজনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে সুইডেনের আগ্রহের কথা জানান তিনি।

ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি সফটওয়্যার প্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লব (ফোরআইআর) সক্ষম কৃষি ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে নিবিড় সহযোগিতার পরামর্শ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইডেনের স্টেট সেক্রেটারি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। আর, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে অব্যাহত উন্নয়ন সহযোগিতা; বিশেষ করে দরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং লিঙ্গ সমতা উন্নয়নে সহযোগিতার জন্য সুইডেনকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং এই সংকটের রাজনৈতিক সমাধানে বাংলাদেশকে সমর্থনের জন্য সুইডেনের সরকারকে ধন্যবাদ জানান। জলবায়ু পরিবর্তন নিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে সম্ভাব্য সহযোগিতা নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ ইউরোপ/১৭জুন/জই/সুইডেন


আরো বিভন্ন ধরণের নিউজ