সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ। সমন্বিত প্রচে ষ্টায় ধনবাড়ী উপজেলাতে আইন-শৃঙ্খলা পরিস্থি তির সর্বোচ্চ উন্নয়ন করা সম্ভব বলে মনে করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।তিনি বলেন, সকলকে আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি করতে হবে ও সহনশীল হতে হবে।
ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার আবু সাঈদ আজ
২৩ (ডিসেম্বর) ধনবাড়ী উপজেলার হল রুমে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান, ধনবাড়ী উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন সহ সভায় সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলা বিভিন্ন ইউনিয়নের বাল্যবিয়ে, গরু চুরি, কিশোর গ্যাং, মাদক নির্মূলের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপস্থিত বক্তারা।
Economist/24December/ZI/donbari