অভিবাসীদের স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত করতে চায় ফিনল্যান্ড।অভিবাসীদের জন্য উদার দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড আর আগের অবস্থানে থাকতে চায় না৷ফিনল্যান্ড বর্তমানে অনিয়মিত অভিবাসীদের জন্য নিজেদের কম আকর্ষণীয় করতে চাচ্ছে ৷ তারই ধারাবাহিকতায় অভিবাসীদের জন্য বিনামূল্যে থাকা স্বাস্থ্যসেবাকে সংকুচিত করতে চায় ফিনিশ সরকার।অনিয়মিত অভিবাসন কমাতে এমন নতুন পদক্ষেপের দিকে হাঁটছে নর্ডিক দেশটির নতুন সরকার। দেশটির প্রধানমন্ত্রী পিটাররি অর্পো দেশজুড়ে অভিবাসীদের জন্য বর্তমান স্বাস্থ্যসেবাকে আগের রূপে ফেরাতে চাইছেন৷ এক্ষেত্রে তিনি নিয়মিত ও অনিয়মিতসহ সব অভিবাসীর জন্য স্বাস্থ্যসেবাকে সংকুচিত করতে চান।
বিনামূল্যে মৌলিক স্বাস্থ্যসেবা দেয়ার আইনটি সাবেক প্রধানমন্ত্রীর সময়ে চালু করা হয়েছিল। পিটাররি অর্পোর জোট সরকারে কট্টর ডানপন্থি ফিনস পার্টিও রয়েছে। দলটি স্বাস্থ্যসেবার নীতি অব্যাহত রাখার সিদ্ধান্তটি শহর কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিতে চায়। বর্তমানে এটি জাতীয় বাজেটের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে।
ফিনিশ প্রধানমন্ত্রীও চাইছেন, যেসব অভিবাসীদের দেশটিতে থাকার আইনগত অধিকার নেই তাদের চিকিৎসার ভার যেন শহরগুলোর স্ব স্ব বাজেটের মাধ্যমেই অর্থায়ন করে৷ এর ফলে স্থানীয় জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর কোন চাপ পড়বে না বলে আশা তাদের৷ আশ্রয়প্রার্থীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের নাগরিকেরা ৯০ দিনের বেশি সময় ধরে ফিনল্যান্ডে বাস করছেন, কিন্তু প্রশাসনিক পরিস্থিতি নিয়মিত করেননি তারাও এর দ্বারা প্রভাবিত হবেন৷
বিশেষ করে ফিনল্যান্ডে বসবাসরত রোমানিয়া ও বুলগেরিয়ার নাগরিকদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। এই দুই দেশের বিপুল সংখ্যক নাগরিকেরা দেশটিতে অবস্থান করছেন। তবে ফিনিশ পাবলিক হেলথ কেয়ার সিস্টেমের সুবিধা পাওয়া এমনিতেই বেশ জটিল একটি প্রক্রিয়া। দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েক মাস বা এমনকি কয়েক বছরও সময় লাগতে পারে। ইইউ নাগরিকদেরও এই ঝামেলা পোহাতে হয়৷
পূর্বের স্বাস্থ্যসেবা আইন ফিরিয়ে আনার প্রস্তাবটি মূলত ফিনল্যান্ডে অভিবাসনে কম আকর্ষণীয় করতে নেয়া বিশদ পরিকল্পনা ও আইনি প্রস্তাবের একটি অংশ।
এই নতুন সরকারি নির্দেশনার অংশ হিসেবে উত্থাপিত অন্যান্য ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে অভিবাসীদের জন্য সামাজিক পরিষেবা এবং কল্যাণ সুবিধাগুলো সীমিত করা। অনথিভুক্ত অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর বিকল্পও খুঁজতে চায় ফিনল্যান্ড।
অবশ্য সরকারের এই পরিকল্পনার বিপরীতে ফিনল্যান্ডের কিছু শহর সব অভিবাসীর জন্য চিকিৎসা পরিষেবা জারি রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ফিনিশ রাজধানী হেলসিংকি এমন শহরগুলোর একটি। হেলসিংকি নগর কর্তৃপক্ষ এ নিয়ে বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী এবং শহরের মেয়র একই দলের রাজনীতিবিদ, যা স্থানীয়ভাবে কোকুমাস পার্টি নামে পরিচিত।
ডেপুটি মেয়র ড্যানিয়েল সাজোনভ একটি সাক্ষাৎকারে ইউরোনিউজকে বলেন, “কোকুমাস দলের ভেতরে এই জাতীয় বিষয়ে ভিন্ন মত রয়েছে। হেলসিংকিতে বসবাসরত মানুষের সেবা দেয়া মেয়রের কর্তব্য। এখানে অনথিভুক্ত ও নথিভুক্ত অভিবাসীরাও রয়েছেন।” তিনি যোগ করেন, “আইন প্রণয়নের এই সম্ভাব্য পরিবর্তনগুলোর অর্থ হচ্ছে হেলসিংকির সামাজিক পরিষেবা, স্বাস্থ্যসেবা এবং উদ্ধার বিভাগের বাজেট শহরের নিজস্ব খাত থেকে দিতে হবে। এসব খরচগুলো আমাদের জন্য যুক্তিসঙ্গত এবং হেলসিংকি সেটি বহন করতে সক্ষম হবে।
মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিবাদ:
এদিকে, অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবায় আগের আইন ফিরিয়ে আনতে সরকারের নেয়া পদক্ষেপের সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে ফিনিশ মেডিকেলঅ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য নীতি বিষয়ক উপদেষ্টা লরি ভুরেনকোস্কি বলেছেন, সরকারের উদ্দেশ্য সম্পূর্ণ স্ব-বিরোধী। কারণ তারা সমাজে সমতা এবং বৈষম্যহীনতার প্রচারে দৃঢ়ভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। অনথিভুক্ত অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা বিধান পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারণ ফিনল্যান্ডে অন্যান্য ইইউ দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে কম শরণার্থী এবং অভিবাসী রয়েছেন।’’
দাতব্য সংস্থা হেলসিংকির ফ্রি ক্লিনিকের মতে, “অভিবাসীরা স্বাস্থ্য সেবায় আসেন মূলত মাথাব্যথা, পিঠে ব্যথা, ত্বকের সমস্যা, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে। যা সাশ্রয়ী মূল্যের পরিষেবা।” সমালোচকদের মতে, প্রধানমন্ত্রী পিটাররি অর্পো তার জোট সরকারের উগ্র ডানপন্থি সদস্যদের কাছে পেতে এটি নিয়ে নিছক রাজনীতি করছেন। হেলসিংগিন সানোমত দৈনিক পত্রিকা পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, সরকারি জোটের প্রতি মানুষের সমর্থন স্থিতিশীল রয়েছে।
বিডিনিউজ ইউরোপ/১৯আগস্ট/জই/ফিনল্যান্ড