• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ধনবাড়ীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ

অভিবাসন প্রত্যাশীকে সেনেগালে ফেরত না পাঠাতে স্পেন সরকারের প্রতি আহ্বান

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

১৬৮ অভিবাসনপ্রত্যাশীকে সেনেগাল ফেরত না পাঠানোর আহ্বান।আটলান্টিক মহাসাগরীয় আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে স্প্যানিশ টহল জাহাজে আটকেপড়া ১৬৮ অভিবাসনপ্রত্যাশীকে সেনেগালে ফেরত না পাঠাতে স্পেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্প্যানিশ কমিশন ফর রিফিউজিস (সিইএআর)৷রইটার্স থেকে জানা গেছে স্প্যানিশ কমিশন ফর রিফিউজিস (সিইএআর) বলছে, অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো হলে আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে স্পেনের বাধ্যবাধকতা লঙ্ঘিতহবে৷ সংস্থাটি বলছে, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) উদ্ধার করা ১৬৮ অভিবাসনপ্রত্যাশীকে সেনেগাল পাঠানো উচিত নয়৷ তাদের যুক্তি, অভিবাসন প্রত্যাশীরা এখন স্প্যানিশ এখতিয়ারে এবং দেশটির জাতীয় পুলিশ সংস্থা সিভিল গার্ডের নিয়ন্ত্রণে আছেন৷

সিইএআর বলছে, স্পেনের টহল জাহাজে আটকেপড়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনেকে আন্তর্জাতিক সুরক্ষা বা আশ্রয় পাওয়ার যোগ্য হতে পারেন৷ ফলে তাদের সেই প্রক্রিয়া সম্পর্কে জানানো উচিত এবং স্পেনে এনে তাদের আশ্রয় চাওয়ার অধিকার দেয়া উচিত৷

সংস্থাটি আরো জানিয়েছে, প্রত্যেক মানুষের আশ্রয় চাওয়ার অধিকার রয়েছে৷ যদি আন্তর্জাতিক আইন ভেঙে তাদের সবাইকে সেনেগালে ফেরত পাঠানো হয় তাহলে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে সিইএআর আরো জানিয়েছে, ‘‘ইউরোপীয় মানবাধিকার আদালত একটি বিষয়ের ওপর বিশেষ জোর দিয়ে বলেছে, কোনো মানুষকে যেন এমন দেশে ফেরত পাঠানো না হয়, যেখানে তাদের অধিকার এবং জীবন হুমকির মুখে পড়তে পারে৷’’

সেনেগালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কথা তুলে ধরে সিইএআর জানিয়েছে, সেনেগালে বিরোধী নেতা ওসমানে সনকোসহ হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, সহিংস বিক্ষোভের জন্ম দিয়েছে৷ সংস্থাটির মহাপরিচালক এরস্টেলা গাল্যান বলেন, ‘‘অত্যন্ত নাজুক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া সেনেগালের মতো একটি দেশে এই ১৬৮ অভিবাসন প্রত্যাশীকে ফিরিয়ে দেয়া মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হতে পারে৷’’

প্রতিবেশী মৌরিতানিয়া তাদের বন্দরে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করার পরে ১৬৮ জন অভিবাসন প্রত্যাশীকে সেনেগালে স্থানান্তর করা হচ্ছে৷ তাদের অনেকেই সেনেগালের নাগরিক৷ সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টার সময় গত বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়৷ বর্তমানে তাদের স্পেনের সিভিল গার্ডের জাহাজ রিও তাজোতে রাখা হয়েছে৷ এক এক্স (টুইট) বার্তায় সিভিল গার্ড ইউনিয়ন (এইউজিসি) জানিয়েছে, অভিবাসীদের সেনেগালে ফেরত পাঠানো হবে৷

এই ঘোষণার পর সিভিল গার্ড ইউনিয়নের জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের অনেকে প্রতিবাদ জানিয়ে অনশন শুরু করেন৷ সংবাদমাধ্যমে পাওয়া খবরে জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদের মানসিক এবং শারীরিক অবস্থা ‘খুবই উদ্বেগজনক’ অবস্থায় ছিল৷ এর মধ্যে, অভিবাসীদের প্রতিবাদ দমনে বাতাসে ফাঁকা গুলিও ছুঁড়ে কর্তৃপক্ষ৷ মঙ্গলবারের তথ্য অনুযায়ী, বুধবার তাদের পৌঁছানোর কথা ছিল৷

‘সীমান্ত আউটসোর্সিংয়ের ব্যর্থতা’:

গত কয়েক বছরে স্পেনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠেছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া৷ অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে আসতে বাধা দিতে প্রতি বছর পশ্চিম আফ্রিকার দেশটিকে এক কোটি ইউরোর বেশি অর্থ দিয়ে আসছে স্পেন৷

নাগরিক স্বাধীনতা, মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক সংস্থা স্টেটওয়াচ জানিয়েছে, অভিবাসন নিয়ন্ত্রণের বিনিময়ে গত পাঁচ বছরে স্পেন থেকে কমপক্ষে ১২৩ মিলিয়ন ইউরো পেয়েছে আরেক আফ্রিকান দেশ মরক্কো৷

সিইএআর বলছে, এই ধরনের চুক্তিকে ‘বর্ডার আউট সোর্সিং’ বলা হয়, মানবাধিকারের নামে এই অর্থ ব্যয় হয়৷ রিও তাজোর সবশেষ এই ঘটনাটি প্রমাণ করে যে, ‘‘আফ্রিকান দেশটিকে বিপুল পরিমাণ অর্থ দেয়া হলেও তাদের জলসীমায় উদ্ধার হওয়া মানুষের জন্য বন্দর খুলে দেয়ার জন্য সেটা যথেষ্ট নয়৷’’ সংস্থাটি মনে করছে, ইউরোপের দেশগুলোর ‘‘ব্যর্থ হওয়া অভিবাসননীতি’’ গ্রহণের চেয়ে অভিবাসনে আইনি এবং নিরাপদ পথ চালু করাটা শ্রেয়৷

বিডিনিউজ ইউরোপ/৩১আগস্ট/জই/স্পেন


আরো বিভন্ন ধরণের নিউজ