• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজায় মৃতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়াল

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজায় মৃতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়াল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৪১২ জনই হলো শিশু।বৃহস্পতিবার (৯ নভেম্বর) নিয়মিত প্রতিদিনের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এই পর্যন্ত ১০ হাজার ৮১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ছোট এ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৪১২ জনই হলো শিশু। গত বুধবার সব মিলিয়ে ১০ হাজার ৫৬৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল তারা। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৪৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

বর্বরোচিত বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করে থাকে। তবে জাতিসংঘের অঙ্গসংঘটন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য সঠিক।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। যা এক মাসেরও বেশি সময় ধরে চলছে। ইসরায়েল দাবি করে আসছে, তারা হামাসের অবকাঠামো ও স্থাপনায় হামলা চালাচ্ছে। তবে তাদের হামলায় যত মানুষ নিহত হয়েছেন তার প্রায় ৭০ শতাংশই হলেন নারী ও শিশু।

ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে ৭ অক্টোবর অভিযান চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের চলা দুই তিনদিনের সেই অভিযানে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হন। যার মধ্যে ৩৫০ জনেরও বেশি হলো ইসরায়েলি সেনা।

অবৈধ বসতিতে হামলার প্রতিশোধ নিতে বিমান হামলার পাশাপাশি ২৮ অক্টোবর থেকে স্থল হামলাও শুরু করে ইসরায়েল। গাজায় স্থল হামলা চালাতে গিয়ে হামাসের হাতে এখন পর্যন্ত ৩২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

bdnewseu/10thNovember/ZI/gaza


আরো বিভন্ন ধরণের নিউজ