পটুয়াখালী ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবিতে, সংবাদ সম্মেলন।পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক-মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির যৌথ আয়োজনে অদ্য ৯ জুলাই (মঙ্গলবার) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কৃষক-মজুর সংহতির পটুয়াখালী জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমজাদ হেসেন।
সভাপতির বক্তব্য আমজাদ হোসেন বলেন, সংবিধান অনুযায়ী খাস জমির প্রকৃত মালিক ভূমিহীনরা। চর বাংলায় ভূমিহীন ৩২০ টি পরিবার বিগত ৩০/৩৫ বছর ধরে বসবাস করে আসছে৷ কিন্তু ভূমি অফিস এ ভূমিহীনদের নামে বন্দোবস্ত না দিয়ে কিছু অসাধু ভূমিদস্যুদের বন্দোবস্ত দেয়ার পায়তারা করছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই৷ অবিলম্বে ভূমিদস্যুদের অপতৎপরতা বন্ধ করে প্রকৃত ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দেয়ার জোড়ালো দাবি জানাচ্ছি।
উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষক নেতা দেওয়ান আবদুর রশিদ নীলু, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর মোহাম্মদ, চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ সিরাজ খান, সহ-সভাপতি হারুন হাওলাদার, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, সদস্য শাহাবুদ্দিন, আবদুর রব এবং ফারুক মীর প্রমূখ।
bdnewseu/10July/ZI/Potuakhali