• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ইলিশের চাঁদপুরে ইলিশের দাম শুনে নাকাল ক্রেতা সাধারণ

Special Correspondents Ripon Shan, Shandpur
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ইলিশের চাঁদপুরে ইলিশের দাম শুনে নাকাল ক্রেতা সাধারণ।আর মাত্র দুই দিন পর আসছে ইলিশ ধরা মজুদ ও বেচাকেনার ওপর সরকারি নিষেধাজ্ঞা । আর দুই দিন আগেই অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে চাঁদপুর মাছঘাট। ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫শ থেকে ৬শ টাকা। চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে কখনো বাড়েনি বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা রা।চলছে ইলিশের ভরা মৌসুম । দেশের অন্য তম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরব রাহ আগে  মাছঘাটে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরব রাহ হলেও বর্তমানে ইলিশ সরবরাহ হচ্ছে ১০০ মণের কম। যার কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা।

পার্শ্ববর্তী জেলা থেকে ইলিশ কিনতে আসা রেহনুমা খানম বলেন, এখানে তাজা ইলিশ পাওয়া যায়। তবে দাম কুমিল্লা থেকে অনেক বেশি। আরেক ক্রেতা মিরাজ মেহেদী বলেন, ৩/৪ দিন আগে এসে যেই দাম দেখেছি। এখন তার থেকে ৫/৬ শ টাকা বেশি। সাধের ইলিশএখন আর আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। ঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ কামাল জানান, ইতিহাসে ইলিশের দামে রেকর্ড ছাড়িয়ে গেলো। এমন দামে আর কখনও বিক্রি করিনি। মাছের সরবরাহ কম। তাই দাম বেড়েছে।

সরেজমিন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪শ থেকে ২৫শ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৭শ থেকে ১৮শ টাকা। এছাড়া এক কেজি ওজনের বেশি ইলিশের দাম ২৭শ টাকা থেকে ২৮শ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের কেজি প্রতি ৫/৬শ টাকা থেকেনএখন ১২/১৩শ টাকায় বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার দুইদিন আগে ইলিশের এমন দাম শুনে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। ব্যবসায়ীরা বলছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন। এতে ইলিশ সরবরাহ কম যাওয়ায় দাম ইতিহাসে রেকর্ড।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির এক নেতার ভাষ্যমতে , দুই দিন পর মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। তার আগেই ঘাটে ইলিশ সরবরাহ কমে গেছে। বড় ইলিশের তুলনায় ছোট ইলিশ ছিল বেশি এছর ।

bdnewseu/10October/ZI/fish


আরো বিভন্ন ধরণের নিউজ