• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে- ফ্রি ব্লাড ক্যাম্পিং

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে- ফ্রি ব্লাড ক্যাম্পিং।ভোলায় মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ফ্রী ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৭ নভেম্বর (রবিবার) সকালে সদর উপজেলার ব্যাংকের হাট
কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফ্রি ব্লাড ক্যাম্পিং করে এই স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের হাট কলেজের অধ্যাপক মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল আর-ও উপস্থিত ছিলেন ব্যাংকের হাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম।

সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অতিথিবৃন্দরা বলেন, দেশের প্রত্যান্ত গ্রাম অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে অনেকটা পিছিয়ে আছে। তাদের ব্লাড গ্রুপটাও ঠিকমত তারা জানে না। মুমূর্ষু অবস্থায় হঠাৎ রক্তের প্রয়োজন হলে আগে গ্রুপ শনাক্ত করতে সময় চলে যায়। তাই ‘পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার’ এই আয়োজন চিকিৎসাখাতকে অগ্রসর করতে ভূমিকা রাখবে।

ব্লাড গ্রুপিং নির্ণয় করা থাকলে সাধারণ মানুষ ব্লাড সংগ্রহ করা সহজ হয় যাবে। রক্ত দান মানে জীবন দান। রক্ত দানের মতো এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনার দেওয়া রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দান করতে পারে। তাই স্বেচ্ছাসেবী বন্ধুরা বলে থাকেন একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন আজকে এই স্লোগানে আমিও আপনাদের সাথে সামিল হলাম। কিন্তু একটা কথা বলি রক্ত দান করুন এবং কারোর মুখে হাসির কারণ হোন।

সভাপতির সমাপ্তি বক্তব্য নেওয়াজ শরীফ বলেন, আমাদের দেশের খুব কম সংখ্যক লোক রক্ত দান করে থাকে। আর এর মূল কারণ হল- রক্ত দানের উপকারিতা সম্পর্কে বহু মানুষ সচেতন না। কারণ অনেকে মনে করে থাকেন, রক্ত দান করা শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু আমরা বাস্তব উদাহরণ হিসেবে বলি এটি আপনাদের একটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ রক্ত দান করলে লিভার, অগ্ন্যাশয় এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি হ্রাস করে। তাই রক্তদানের গুরুত্ব স্কুলগুলোতে শেখানো উচিত, যাতে সবাই এর উপকারিতা সম্পর্কে সচেতন হয়। তাই আমরা বলবো একজন নাগরিক হিসাবে আপনার একান্তই দায়িত্ব পালন করুন এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে সবাইকে সচেতন করুন। যদি আমার হই রক্তদাতা, জয় করবো মানবতা।

ব্লাড ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নেওয়াজ শরিফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ফখরুল আলম সাব্বির, মহিলা বিষয়ক সম্পাদিকা রাখি আক্তার’সহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

bdnewseu/19November/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ