• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

নির্বাচন কমিশনার হলেন কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের গর্বিত সন্তান আ ম ম নাসির উদ্দীন

তোফায়েল আহমেদ ,ককসবাজার
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

প্রধান নির্বাচন কমিশনারের মা-বাবার সমস্ত সম্পদ দিয়ে গড়া হয়েছে শিক্ষা প্রতিষ্টান।কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের গর্বিত সন্তান আ.ম.ম নাসির উদ্দীন এস,এস,সি পরীক্ষায় বোর্ডের দ্বিতীয় স্থানে ষ্ট্যান্ড করার সংবাদটি দ্বীপে পৌঁছেছিল দুইদিন পর। বঙ্গোপসাগরের বুকে ভাসমান সেই দ্বীপটির মেধাবী সন্তানটিই আজকের প্রধান নির্বাচন কমিশনার। গতকাল বৃহষ্পতিবার দুপুরে তাঁকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের সংবাদটি চাওর হবার মুহূর্তেই কুতুবদিয়া দ্বীপে বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ে। এমন সংবাদে দ্বীপবাসী আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন। সেই সাথে পুরো কক্সবাজারের মানুষই খুশি হয়েছেন।

একজন নির্লোভ,নির্ভীক এবং মেধাবী:
মানুষকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করায় অন্তত: কুতুবদিয়া দ্বীপের মানুষগুলো আশাবাদী হয়ে উঠেছেন-এবার একটি সুষ্টু নির্বাচন দেখা যাবে। এ প্রসঙ্গে কুতুবদিয়া দ্বীপের আলী আকবর ডেইলের কবি জসিম উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন-‘ আমি আনন্দে আতœহারা আজ। প্রধান নির্বাচন কমিশনার আ.ম.ম নাসির উদ্দীন সাহেবের প্রয়াত বাবা তালেব উল্লাহ মাষ্টার ছিলেন কুতুবদিয়া আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক। আর আমার বাবা মফিজুর রহমান মাষ্টার ছিলেন সহকারি প্রধান শিক্ষক। সেই কারণে অনেক স্মৃতি জানা রয়েছে আমার।’

আনিসুর রহমান মাষ্টার বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও সরকারের অবসরপ্রাপ্ত সচিব আ.ম.ম নাসির উদ্দীন ১৯৬৮ সালে কুমিল্লা বোর্ডে এস,এস,সি পরীক্ষায় মানবিক বিভাগে দ্বিতীয় স্থানে ষ্ট্যান্ড করার খবরটি কুতুবদিয়ার মানুষের কাছে পৌঁছেছিল দুইদিন পর। নাসির উদ্দীন কুতুবদিয়া হাই স্কুলের ছাত্র ছিলেন। এখন থেকে ৫৬ বছর আগেকার কুতুবদিয়া দ্বীপের সাথে মুল ভ’খন্ডের যোগাযোগ ছিল এরকমই।

১৯৬৬ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কুতুবদিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের বাবা তালেব উল্লাহ মাষ্টার। ১৯৬৮ সালের ঘোষিত এসএসসির ফলাফল দুইদিন পর দ্বীপে জানা গিয়েছিল তাও ষ্টিমার যখন পত্রিকা নিয়ে দ্বীপে পৌঁছে তখনই। ফলাফল ঘোষণার পর ষ্টিমারে চট্টগ্রাম থেকে দ্বীপে যাবার খবর পেয়ে মাষ্টার আনিসের বাবা মুফিজুর রহমান মাষ্টার সেই সময় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুতুবদিয়ার বড়ঘোপ লঞ্চঘাটে গিয়ে নাসির উদ্দীনকে বরণ করে কাঁধে আর কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মাষ্টার আনিস গতরাতে এসব জানিয়ে বলেন-আমি আমার বাবার কাছেই শুনেছি।

১৯৬৮ সালে কুতুবদিয়া হাই স্কুল থেকে এস.এস,সি পাশের পর নাসির উদ্দীন ভর্তি হন চট্টগ্রাম সরকারি কলেজে। এরপর তিনি পড়ালেখা করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যখন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস চেয়ারম্যান ছিলেন সেই সময় দুই বছর নাসির উদ্দীন একই বিভাগে শিক্ষকতা করেন। কক্সবাজারের উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী জানান-‘নাসির উদ্দীন এবং আমি চট্টগ্রাম কলেজ থেকে বিশ^বিদ্যালয় পর্যন্ত দুইজনই ঘনিষ্ট বন্ধু। ব্যক্তি নাসির একজন অসাধারণ মেধাবি এবং অত্যন্ত সৎ ও নির্লোভ মানুষ। দেশের ক্রান্তি কালীন সময়ে তাঁর মত একজন নির্ভীক মানুষকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করায় আমি সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই।’

কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ ধুরুং ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জালাল আহমদ ব্যক্তি নাসির উদ্দীন সম্পর্কে বলেন-‘সবচেয়ে বড় কথা হচ্ছে একজন প্রকৃত দেশপ্রেমিক এবং সততায় পরীক্ষিত একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তিনি। তাঁকে এতবড় দায়িত্বে নিয়োগ করায় দেশের মানুষ আস্থাশীল হতে পারবে।’

কুতুবদিয়া আদর্শ হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানিয়েছেন-একজন ত্যাগি শিক্ষকের মেধাবি সন্তান হচ্ছেন আ.ম.ম নাসির উদ্দীন। নাসির উদ্দীনের প্রয়াত বাবা তালেব উল্লাহ মাষ্টার ছিলেন কুতুবদিয়া দ্বীপের সবারই শিক্ষক। প্রয়াত বাবার আদর্শ বহনকারি মেধাবি সন্তান আ.ম.ম নাসির উদ্দীন নির্বাচন কমিশনের হারানো ঐতিহ্য কিছুটা হলেও ফিরিয়ে আনতে সক্ষম হবেন এমন আশা করতে পারি দৃঢতার সাথে।

প্রধান নির্বাচন কমিশনার আ.ম.ম নাসির উদ্দীনের ছোট ভাই কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন জানান, তাঁরা ৫ ভাই এবং ৫ বোন। তন্মধ্যে আ.ম.ম নাসির উদ্দীন সবার বড়। পরবর্তী তিন ভাইয়ের মধ্যে কনিষ্ট ভাই সাইফুদ্দিন লিটন একজন চাটার্ড একাউন্টেন্ট, মনজুরুর আনোয়ার সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং ডাক্তার মিনহাজ উদ্দীন আলমগীর। শহীদ উদ্দীন ছোটন জানান, তারা যেহেতু একজন শিক্ষাবিদের সন্তান তাই ১০ ভাইবোন মিলে প্রয়াত বাবা-মা’র নামে অর্থাৎ মাষ্টার তালেব উল্লাহ-জান্নাত আরা ওয়েলফেয়ার ট্রাষ্ট গঠন করেছেন।

পরিবারটির অনুকরণীয় দৃষ্টান্তের বিষয়টি হচ্ছে-ভাইবোন কেউই মা-বাবার রেখে যাওয়া সম্পত্তি ব্যক্তিগতভাবে ভোগ করছেন না। সব জায়গা জমি বিক্রি করে গড়েছেন স্কুল , মসজিদ, হাফেজখানা এবং নুরানী একাডেমি। কুতুবদিয়া দ্বীপের মৌলভী পাড়ায় গড়ে তুলেছেন মাষ্টার তালেব উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্টানও। ট্রাষ্টের আওতায় এসব প্রতিষ্টান চলছেও ভালমত।
লিখেছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কালের কন্ঠের স্টাফরিপোর্টার তোফায়েল আহমেদ
bdnewseu/22November/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ