ঝালকাঠিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে সমাবেশ ।বাংলাদেশ সম্মি লিতি সনাতনী জাগরণ মুখপাত্র শ্রী পদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীকে ডিবি কর্তৃক গ্রেফতারের প্রতি বাদ এবং তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষো ভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাড়ে ৩টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে এই সমাবে শের আয়ো জন করা হয়।
সমাবেশে অভিযোগ করা হয়েছে, আসার জন্য গ্রাম থেকে ১০টি পিকাপ ভ্যানের লোকজনকে কৃত্তিপাশার মোড়ে বাধা দেওয়া হয়েছে এবং তাদের উপরে হামলাও চালানো হয়েছে এতে কয়েকজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। সমাবেশ গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেস নের মধ্য দিয়ে শুরু হয়। সভায় বাউল শুভ, এড মানিক আচাযর্য, অলোক সাহাসহ বিভিন্ন ব্যক্তিরা বক্তব্য রাখেন।
৮ দফা সনাতনী দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন চলে আসছে। এই সময় সমাবেশে বিভিন্ন ধরণের স্লোগানে মুখরিত থাকে।
bdnewseu/26November/ZI/Jalokati