নেতৃবৃন্দরা আরও বলেন, ‘আমরা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলে সত্যিকার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনকে সম্ভব করতে চাই। এই দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্থ, দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে গণসংহতি আন্দোলন সংগঠিত জনগণের শক্তি, নতুন রাজনীতির দিশা। দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং টাংগাইল সদর অঞ্চলে জনগণের সাথে নিবিড় সংযোগ গড়ে তুলতে এই কমিটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
দায়িত্বপ্রাপ্ত আহবায়ক বলেন, টাঙ্গাইল সদরকে আমরা সবার জন্য নিরাপদ বাসযোগ্য নগরিতে পরিণত করার স্বপ্ন দেখি। আমরা মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ ও ৭১ থেকে ২৪-এ প্রত্যেক শহীদের আত্মত্যাগকে ধারন করে এগিয়ে যাবো। সুস্থ্য ধারার রাজনীতি চর্চার মধ্য দিয়ে অতীতের ন্যায় মানুষের পাশে থাকব। বৈষম্যহীন নগরী গড়ে তোলার সকল চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবেলা অব্যাহত রাখবো।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি, অর্থ সম্পাদক আনিকা রহমান, প্রচার সম্পাদক তাওহীদা ইসলাম স্বপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা, সম্পাদক আবদুল্লাহ আল মুনিমসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।
Economist/29December/ZI/Politics