শপথ গ্রহণের সময় যে দুটি বাইবেল ব্যবহার করলেন ট্রাম্প।এবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার সময় ডনাল্ড ট্রাম্প দুটি বাইবেল ব্যবহার করেছেন; একটি তার মায়ের দেয়া বাইবেল, অপরটি সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ব্যবহৃত বাইবেল।
লিংকনকে ১৮৬১ সালে তার অভিষেক অনুষ্ঠানের সময় বাইবেলটি দিয়েছিলেন তৎকালীন সুপ্রিম কোর্টের ক্লার্ক উইলিয়াম টমাস ক্যারল। কারণ লিংকনের পরিবারের বাইবেলটি তখনও ওয়াশিংটনে এসে পৌঁছায়নি। লিংকন পরিবারের অন্যান্য জিনিসপত্রের সাথে তা স্প্রিংফিল্ড, ইলিনয় থেকে ওয়াশিংটনের পথে ছিল।
২০১৭ সালেও, ট্রাম্প শপথ নেওয়ার সময় লিংকনের বাইবেল ও পারিবারিক বাইবেল ব্যবহার করেন।২০০৯ সালে প্রথমবারের মত শপথগ্রহণের সময় বারাক ওবামাও লিংকনের একটি বাইবেল ব্যবহার করেন।
Economist/21January/ZI/usa