ভারতের সাথে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে – হুশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার জেরে দক্ষিণ এশি য়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজ করছে উত্তেজনাপূর্ণ সম্প র্ক। শুক্রবার (২৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এই পরিস্থিতি আরও নেতিবাচক বাঁক বদলের দিকে যেতে পারে বলে মনে করেন পাকিস্তা নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
দুই প্রতিবেশী দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের সম্ভাবনা নিয়ে বিশ্বকে ‘চিন্তা’ করতে হবে উল্লেখ করে ভারতের সাথে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
খাজা আসিফ আরও বলেন, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে, তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাবো। যদি কোনও সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।
তবে, তিনি আশা প্রকাশ করেছেন যে পরিস্থিতি এখনও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তিনি বলেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ সর্বদা উদ্বেগজনক। যদি পরিস্থিতি সেই রকম কিছু হয়, তাহলে দুঃখজনক পরিণতি আসতে পারে।
প্রসঙ্গত গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।তবে পাকি স্তান সরকার এই নৃশংস হত্যাকাণ্ডে পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পাকিস্তান আরও অভিযোগ করে বলেন,ভারত তার আভ্যন্তরীণ সমস্যা সব সময়ই আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।
Economist/25April/ZI/India