ঝালকাঠিতে জুলাই অভ্যুত্থানে আহত ৭০জনকে আর্থিক সহায়তা প্রদান।ঝালকাঠিতে জুলাই অভ্যুত্থানে আহত ৭০জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার আহতদের প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেন।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও সিভিল সার্জন মো. হুমায়ুন কবির।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, বিপ্লব সফল করার চেয়ে বিপ্লবের পরে এর সুফল ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ। এ জন্য বিপ্লবীদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। বিপ্লবীদের মধ্যে যখন অনৈক্য দেখতে পাই তখন আমরাও আতঙ্কিত হই।
জুলাই বিপ্লব সফল না হলে আমরা এবং আপনারা কেউই আজ এই চেয়ারে বসতে পারতাম না। রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে মাত্র ৩৬ দিনে আমাদের শিক্ষার্থীরা এই বিপ্লব সফল করে ইতিহাস রচনা করেছে।
Economist/10May/ZI/Jalokati