• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
ধনবাড়ীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ

একুশের প্রথম প্রহরে রোমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালী

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

একুশের প্রথম প্রহরে রোমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালী শাখা

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন ইতালী প্রবাসী বাংলাদেশীরা। বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করতে একুশের প্রথম প্রহর থেকেই রাজধানী রোমের লাগরো প্রনেসতিনা পার্কস্থ অস্থায়ী শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দেরা পুষ্পস্তবক অর্পণ করেন।

২০শে ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ সমিতি ইতালী তত্বাবধায়নে ও বৃহত্তর ঢাকা সমিতি ইতালী আয়োজনে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালী শাখা।

শুরুতেই মহান ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফের কামনা করে দোয়া ও মোনাজাত করেন যুবদল নেতৃবৃন্দেরা।

পরে কালজয়ী সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ পরিবেশন করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় যুবদল ইতালী শাখা সভাপতি মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসার আহমেদ তাজুল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, মনির হোসেন, রোম মহানগর যুবদলের আহবায়ক শিশির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার সুমন, তুহিন ভূঁইয়া, মোঃ গিয়াস উদ্দিন খান, আহসান হাবিব, আবুল হাসান, পারভেজ আহমেদ, সদস্য মোঃ ইসলাম মিয়া, মোঃ ফরহাদ, বাবুল মিয়া, রনি মৃধা, সারোয়ার হোসেন, ইসমাইল হোসেন, সুজন মাহমুদ, রুবেল উদ্দিন, উদ্দিন সজিব, নজরুল ইসলাম, আওলাদ, মোতালেব হোসেন সহআরো অনেকেই।

অনুষ্ঠানে যুবদল ইতালী শাখা সভাপতি মাহমুদুল হাসান তার বক্তব্য বলেনঃ বাঙালির অমর একুশে আজ আর বাংলাদেশের একক কোনো সম্পত্তি নয়। একুশে এখন প্রতিটি জাতিগোষ্ঠীকে নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে প্রেরণা জোগায়। আর এই প্রেরণা নিয়েই পৃথিবীর প্রতিটি ভাষা টিকিয়ে রাখার সংগ্রাম চলছে এখন। এই সংগ্রামে সারা বিশ্বই আজ এক কাতারের সৈনিক। তিনি এই মাতৃভাষা দিবস উপলক্ষে যুবদল ইতালী শাখার পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং আয়োজক বাংলাদেশ সমিতি ইতালী ও বৃহত্তর ঢাকা সমিতি ইতালী এবং যুবদলের অংশগ্রহণকারী সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিডিনিউজ ইউরোপ /২৪ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ