বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা
বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম আর ফরাজী , উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার এম এ এইচ কামরুজ্জামান খান, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু মুসা, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ মণ্ডল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাফাসহ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই