ঝালকাঠি রবীদ্র সংগীত সম্মেলন পরিষদ জেলা শাখার সভাপতি বীনা রায় ও সম্পাদক আবু সাঈদ খান
জাতীয় রবীদ্র সংগীত সম্মেলন পরিষদ ঝালকাঠি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও জাতীয় রবীদ্র সংগীত প্রতিযোগিতায় শিল্পি বাছাই করা হয়েছে। ঝালকাঠির শিল্পকলা একাডমী মিলনায়তন জেলা রবীদ্র সংগীত সম্মেলন পরিষদের সহ-সভাপতি গোপাল চদ্র দে এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মলন কেদ্রীয় রবীদ্র সংগীত সম্মিলন পরিষদের শাকিল হাসমা ও রফিক আহম্মদ মিটু উপস্থিত ছিলেন অন্যদের মধ্য ঝালকাঠি সম্মিত সাংস্তিক জাটর আহবায়ক হাবিবুর রহমান হাবিল ও মনোয়ার হোসেন খান এবং রতন আচার্য্য বক্তব্য রাখেন।
পরে সর্বস্মতিক্রম বীনা রায় কে সভাপতি এবং আবু সাঈদ খানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শিল্পী বাছাই পর্ব কিশোর কিশোরী বিভাগে প্রতিযোগীদের মধ্য থেকে অর্থি রায় ও পৃথিবী এবং সাধারণ বিভাগ পুজা মন্ডলক নির্বাচিত করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫মার্চ/জই