আজ পবিত্র ৯ জিলহজ, আরাফাতের ময়দানে সমবেত হবেন ১০ লক্ষ নারী-পুরুষ। খোশ আমদেদ ‘ইয়াওমুল আরাফা’। স্বাগত, আরাফার দিন ৯ জিলহজ। জিলহজের আরাফার এই দিনটি বছরের শ্রেষ্ঠতম দিন। যেমন শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর (শবেকদর)।হাদিস শরীফে রাসূলুল্লাহ (সা:) বলেছেন, ‘আল আরাফা, আল হাজ আরাফা’ অর্থাৎ হজ হলো আরাফার দিন। আরাফাই হজ (আবু দাউদ)। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ (সা:) বলেন, আরাফার দিনটিই মূলত হজের দিন। ‘আরাফাতে অবস্থান করাই হলো হজ’ ( সুনান নাসাঈ, ৩০৪৪)।জাবালে রহমতের পাদদেশ থেকে নামিরা মসজিদ পর্যন্ত দৈর্ঘ্যে ২ কিলোমিটার এবং প্রস্থে ২ কিলোমিটার এলাকাই হলো আরাফাতের ময়দান।
হজরত আদম (আ:) ও হাওয়া (আ:) বেহেশত থেকে পৃথিবীতে আসার পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তিন শ’ বছর পর আরাফাতের ময়দানে আবার তাদের সাক্ষাৎ ঘটে। কৃতকর্মের জন্য তাঁরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাঁদের ক্ষমা করে দেন। আরাফাত ময়দান তাই আদম ও হাওয়ার স্মৃতিবিজড়িত মিলন স্থল। এজন্য এটা হজের মূল রুকন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবছর ২০২২ এর হজ্জের খতিব হিসেবে শায়েখ ড. মুহাম্মদ বিন আব্দুল করিম আল-ঈসাকে নিয়োগ করেছেন। তিনি আজ ৯ জিলহজ শুক্রবার মসজিদে নামিরা থেকে আরাফাতের খুতবাহ প্রদান করবেন।উল্লেখ্য, তিনি সৌদি আরবের সাবেক আইনমন্ত্রী এবং বর্তমান রাবেতা আলমে ইসলামির মহাসচিব।
১৪৪২ হিজরির জন্য সৌদি সরকার ৬০ হাজার স্থানীয় ও সৌদি অবস্থানরত প্রবাসীদের হজের অনুমতি দিয়েছেন। যথাযথ ব্যবস্থাপনায় পবিত্র নগরী মক্কা থেকে বিশেষ যানবাহনে হজযাত্রীদের আরাফার ময়দানে নিয়ে যাচ্ছেন। লাব্বাইক ধ্বনিতে নির্ধারিত সংখ্যক হজযাত্রীরা আরাফায় যাচ্ছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮জুলাই/জই