অস্ট্রিয়ায় তরুণ বাংলাদেশী বংশোদ্ভূত প্রশাসনিক পুলিশ কর্মকর্তার জাঁকজঁমক বিবাহ অনুষ্ঠিত। রবিবার (১৬ জুলাই) অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য স্টায়ারমার্কের রাজধানী গ্রাজে এক জাঁকজঁমক বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান সাজ্জাদ কবির ও সাইবা নাসিরের।সাজ্জাদ কবির অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রথম ব্যক্তি যে ভিয়েনার পুলিশ প্রশাসনের একজন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। অবশ্য তিনি কোন ইউনিফর্ম ও আগ্নেয়াস্ত্র পাবেন না।গ্রাজের স্থানীয় নূর মসজিদে ইসলামিক রীতিনীতি অনুযায়ী বিবাহ পড়ান ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের
বায়তুল মামুর মসজিদের খতিব ও ইমাম শায়েখ মুমিনুল ইসলাম। উল্লেখ্য যে, পাঁচ হাজার ইউরোর দেনমোহর নগদ প্রদান করেন বর সাজ্জাদ কবির।
বড় সাজ্জাদ কবিরের পিতা সালমান কবির সোহাগ
বৃহত্তর নোয়াখালী অস্ট্রিয়া সমিতির বর্তমান সভাপতি।
তাছাড়াও তিনি বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক। কনের বাবা মোহাম্মদ নাসির
দীর্ঘদিন যাবত দক্ষিণ অস্ট্রিয়ার গ্রাজ শহরে বসবাস করে আসছেন। কনে সাইবা নাসির বর্তমানে উচ্চতর
শিক্ষা গ্রহণ করছেন।গ্রাজের স্থানীয় একটি রেস্টুরেন্টে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশী বিয়ের খাবার পরিবেশন করে ভিয়েনার ১৬ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী বংশোদ্ভূত মালিকানাধীন ঢাকা রেস্টুরেন্ট।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক দলের শীর্ষ
নেতৃবৃন্দ তাদের পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে
অংশগ্রহণ করেন ।কনের বাবা মোহাম্মদ নাসির আমন্ত্রিত অতিথিদের মুখরোচক খাবার পরিবেশনের জন্য ভিয়েনার ঢাকা রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী শ্যামল হোসেন ও তার সহযোগী মুরাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিনিউজ ইউরোপ/১৯জুলাই/জই/অষ্ট্রিয়া