রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত আটটা ৪৯ মিনিটে কয়েক সেকেন্ডব্যাপী এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আসামের করিমগঞ্জ থেকে ১৮ দশমিক দুই কিলোমিটার উত্তর-পশ্চিমে, সিলেট থেকে ৩৫ দশমিক ৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, আসামের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫ দশমিক সাত কিলোমিটার পূর্ব দিকে।
bdnewseu/15th August/zi/earthquick