• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পালন করলো ছাত্রদলের তরুণ নেতাকর্মী

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পালন করলো ছাত্রদলের তরুণ নেতাকর্মী।ভোলার পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ডাকা সকাল সন্ধ্যা হরতালে যেন কোনো ধরনের নাশকতা না হয় এ জন্য পুলিশ প্রশাসন মাঠপর্যায়ে অবস্থান করতেছে। এবং ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়োজিত রয়েছে। হরতাল চলাকালে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ‘এ ছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সিভিলে রয়েছে গোয়েন্দা। ব্যবসায়ীদের স্বাভাবিক ভাবে ব্যবসা-বাণিজ্য করতে বলা হয়েছে। কোনো অপ্রীতিকর মোকাবেলায় পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব সাড়াদেশ আজ ২৯ অক্টোবর রোজ রবিবার, বিএনপির নেতাকর্মীদের সকাল সন্ধ্যা ভোলার রাজপথে হরতাল পালন কালে টায়ার যালিয়ে এবং গাছ দিয়ে রাস্তা রোধসহ কালো রঙ্গের মাইক্রোবাস ইট নিক্ষেপ করে গাড়ি ভাঙচুরসহ হরতাল পালন করছে ভোলা জেলা ছাত্রদলের তরুণ নেতাকর্মীরা। পরে পুলিশ প্রশাসন ভোলার বিএনপির প্রধান প্রধান কার্যালয়ে সামনে কঠোর নিরাপত্তা জোরদার অবস্থান কর্মসূচি শুরু করেছে।

বিএনপি ঘোষিত ডাকা হরতালের কারনে জেলা শহরে সকাল থেকেই দোকানপাট ও ব্যবসায়, প্রতিষ্ঠান সব বন্ধ দেখা গেছে। শহরের মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সীমিত আকারে চলাচল করছে যানবাহন। এরই মধ্যে ভোর ৬ টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। এখন পর্যন্ত কোনো নেতাকর্মী গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন।

বিডিনিউজ ইউরোপ/১অক্টোবর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ