• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে ব্যাপক গুলির ঘটনায় অন্তত ১৬ জন নিহত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে ব্যাপক গুলির ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন ।মেইনের লিউইস্টন শহরে একটি বার এবং একটি বোলিং এলে-তে ব্যাপক গুলি চালানোর ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে খুঁজতে শত শত পুলিশ কাজ করছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোলাগুলিতে মৃতের সংখ্যা ১৬ থেকে ২২ জন হতে পারে। এই গুলিবর্ষণের ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বুধবার(২৫ অক্টোবর) রাতেল গোলাগুলিতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে, তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।রাজ্য এবং স্থানীয় পুলিশ এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে রবার্ট আর কার্ড (৪০) বলে চিহ্নিত করেছেন। তিনি গ্রীষ্মে একটি মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন।
সেনাবাহিনীকে ঐ ব্যক্তির সার্ভিস রেকর্ডের বিবরণসহ তথ্য প্রদানের অনুরোধ করা হলে তারা তাৎক্ষণিক ভাবে সাড়া দেয়নি।

কানাডা সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব কোণে মেইন রাজ্যের বৃহত্তর এলাকাকে রক্তপাতের এই ঘটনা একেবারে সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে প্রথমে গোলাগুলি শুরু হয়। বার এবং বোলিং এলে-র মধ্যে সাড়ে ছয় কিলোমিটারের দূরত্ব রয়েছে।

লেভেস্ক বলেছেন, কর্মকর্তারা বুধবার রাতে অজ্ঞাত এক নিরাপদ স্থানে গোলাগুলির “সকল বয়সী” প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করা হয়েছে।

২০২০ সালে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে চার বা এর চেয়ে বেশি মানুষকে গুলি করা হয়েছে এমন গোলাগুলির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভের ডেটা অনুসারে, ২০২২ সালে ৬৪৭টি এমন ঘটনা ঘটেছে এবং জুলাই পর্যন্ত প্রবণতার ওপর ভিত্তি করে ২০২৩ সালে ৬৭৯টি এমন ঘটনা ঘটবে বলে অনুমান করা হয়।

বিডিনিউজ ইউরোপ/২৬অক্টোবর/জই/আমেরিকা


আরো বিভন্ন ধরণের নিউজ