• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ঈগল ইসরায়েলের অভ্যন্তরে আরও কয়েকটি মরদেহ খুঁজে পেতে সাহায্য করেছে।

অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

পাখি দিয়ে লাশের সন্ধান করছে ইসরায়েল। ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত সেনাদের দেহাবশেষ খুঁজে বের করার জন্য ঈগল ও শকুন ব্যবহার করছে ইসরায়েল সেনাবাহিনী। তাছাড়া অন্যান্য শিকারি পাখির গায়ে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেহাবশেষ সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের ওহাদ হাতজোফ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ওহাদ হাতজোফ বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সময় কিছু সংরক্ষক আমার কাছে এসেছিল। তারা আমাকে জিজ্ঞেস করেছিল, আমার পাখিগুলো তাদের কোনও উপকার করতে পারবে কিনা।

প্রতিবেদন থেকে জানা গেছে, পাখির মাধ্যমে মরদেহের অবস্থান শনাক্তের বুদ্ধি এঁটেছিল ইসরায়েলি বাহিনীর মানবসম্পদ শাখার ‘ইআইটিএএন’ নামের একটি দল। এটি সেনাবাহিনীর মানবসম্পদ শাখার একটি ইউনিট, যা নিখোঁজ সেনাদের খুঁজে বের করে থাকে।এই প্রকল্পের প্রধান ওহাদ বলেন, যে পাখিগুলো মৃত পশুপাখির মাংস খেয়ে বেঁচে থাকে তাদের গায়ে জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে। ২৩ অক্টোবর জিপিএস ট্র্যাকার লাগানো একটি ঈগল ইসরায়েলের বেরি এলাকায় পাওয়া গেছে।

ওহাদ আরও জানান, ওই ইগলের শরীরে লাগানো ট্র্যাকিং ডিভাইস থেকে পাওয়া তথ্য ইসরায়েলি সেনাবাহিনীর কাছে পাঠানো হয়। পরে ওই এলাকায় গিয়ে চারটি মরদেহ পাওয়া যায়। অপর একটি ঈগল ইসরায়েলের অভ্যন্তরে আরও কয়েকটি মরদেহ খুঁজে পেতে সাহায্য করেছে।

bdnewseu/10thNovember/ZI/hamas


আরো বিভন্ন ধরণের নিউজ