• শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

নবযাত্রায় “ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন”

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ইউরোপে দেশ ও বিদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি সম্পূর্ণ নতুন ও অরাজনৈতিক একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। একাধিক সভায় সকলের মতামতের ভিত্তিতে সংগঠনটির নাম করন করা হয়।“ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন”   (এবজা EBJA)

গত সোমবার (২২ জানুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিকভাবে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের এই সংগঠনটির সংবিধান ও লোগো উপস্থাপন করা হয়। সভায় জার্মানি থেকে সাংবাদিক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালি থেকে এসকে এমডি জাকির হোসেন সুমন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া থেকে সংগঠনটির সংবিধান প্রণেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। তাছাড়াও অস্ট্রিয়া, ইতালি, ফ্রান্স, জার্মামী , গ্রিস ও পর্তুগাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংবাদিক হাবিবুর রহমান হেলাল জানান,

ইতিমধ্যেই ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন   (  এবজা EBJA ) এর ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) রেজিস্ট্রেশন সহ সংগঠনটির নিজস্ব লোগো, ওয়েবসাইট তৈরীর প্রস্তুতি সম্পন্ন । এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব পেজ করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশের সংবাদ কর্মীরা তাদের পরামর্শ ও সংগঠনকে এগিয়ে নিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যায় নিয়ে বক্তব্য রাখেন। সংগঠনটি গঠনের আসল উদ্দেশ্যের ব্যাপারে সবাই একমত হন যে,ইউরোপে
বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও
জাতীয় সম্প্রচার কেন্দ্র সমূহের ইউরোপ প্রতিনিধি
এবং ইউরোপের বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের
সাংবাদিকদের এক প্লাটফর্মে আনার মাধ্যমে সংগঠনের সকলের মধ্যে সম্প্রীতি ভাতৃত্ববোধ ও সহনশীলতা সৃষ্টির মাধ্যমে সংগঠনটি আরো বেগবান হবে। এর ফলে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সু সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সম্পাদক ও প্রকাশক ইউরো বাংলা টাইমস (অস্ট্রিয়া),হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই (জার্মানী), এসকে এমকে জাকির হোসেন সুমন , যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ (ইতালি) ,

এনায়েত হোসেন সোহেল, আইঅন টেলিভিশন (ফ্রান্স),    জহিরুল ইসলাম ( গ্রিস) সম্পাদক ও প্রকাশক বিডিনিউজইউরোপ  এবং নিউজ ২৪ টেলিভিশন গ্রিস প্রতিনিধি, কামরুজ্জামান ভূঁইয়া ডালিম সম্পাদক ও প্রকাশক মাইগ্রেশন বাংলা ইনফো এবং এসএ টেলিভিশন গ্রিস প্র‌‌‌তিনিধি, জিয়াউর রহমান খান সোহেল, স্বদেশ বিদেশ ও চ্যানেল ইউরোপ (ইতালি ), এম টি এস তাহির , দৈনিক মানবকন্ঠ (পর্তুগাল )

কাজী মাহফুজ রানা, সম্পাদক ও প্রকাশক চ্যানেল প্রবাহ ও নিউজ ২৪ টেলিভিশন (আয়ারল্যান্ড), এবং কবির আহমেদ, আইঅন টেলিভিশন ও এস এ টেলিভিশন (অস্ট্রিয়া)। সংগঠনটি দ্রুত সময়ের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে তাদের কার্যক্রম পুরোদমে শুরু করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

bdnewseu/24January/ZI/Europe


আরো বিভন্ন ধরণের নিউজ