• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে ।ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সমর্থিত লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।শুক্রবার (১২ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সময় গভীর রাতে ইসরায়েলের একটি ঘাঁটি লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে, ‘মিসগাফ আম’ নামক একটি ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

লেবাননের ইরানপন্থী এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরও দাবি করেছে, তারা ইসরায়েলে আরও ২৪০টি ভারী রকেট নিক্ষেপ করেছে। যেগুলোর একেকটির ওজন ১০০ থেকে ৫০০ কেজি। এই রকেট হামলায় ইসরায়েলের দখলকৃত বিরানিত অঞ্চলের আল-জলিল ডিভিশনের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেছে।

তবে দখলদার ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর রকেটগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আর কিছু ক্ষেপণাস্ত্র উন্মুক্ত স্থানে পড়েছে। এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলেও দাবি করেছে তারা।

এদিকে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা শনিবার (১৩ এপ্রিল) তাদের এক প্রতিবেদনে জানায়, লেবানন এবং ইসরায়েল সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। এখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, প্রথমে লেবানন থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরপর নাকোওরা নামক একটি এলাকায় অবস্থিত জাতিসংঘ মিশনের হেডকোয়ার্টার থেকে লেভেল-২ সতর্কতা জারি করা হয়। অর্থাৎ সেখানে কিছুক্ষণ পর ইসরায়েলও হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে।

আলজাজিরা আরও জানিয়েছে, শনিবার দিনভর সীমান্তবর্তী এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে দক্ষিণপূর্ব দিকটায় ইসরায়েলিরা মূহুর্মুহু বোমা ফেলেছে। হামলার মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় বিস্ফোরকভর্তি ড্রোন পাঠানোর দাবি করেছে হিজবুল্লাহ। এরআগে দখলকৃত গোলানে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।

ইরান যে কোনো সময় সরাসরি ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সতর্কতার মধ্যেই হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল-লেবানন সীমান্ত।

bdnewseu/13April/ZI/Middleeast


আরো বিভন্ন ধরণের নিউজ