ইথিওপিয়ার দৌড়বিদ চালা রেগাসা ৪১তম ভিয়েনা সিটি ম্যারাথন ২০২৪ বিজয়ী ।রবিবার (২১ এপ্রিল) বিশ্বের অন্যতম একটি সেরা ক্রীড়া প্রতিযোগিতা “ভিয়েনা সিটি ম্যারাথন” ২০২৪ এ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ২৬ বছর বয়সী ইথিওপিয়ান নাগরিক চালা রেগাসা (Chala Regasa)।তিনি ম্যারাথন দৌড়ের ৪২.১৯৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেন ২:০৬:৩৫ ঘন্টা। এক জয়ের ফলে চালা রেগাসা স্বর্ণ পদক, সনদ এবং পনেরো হাজার (€১৫,০০০) ইউরো পাবেন।৪১তম ভিয়েনা সিটি ম্যারাথনের পুরুষদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে কেনিয়ার বার্নার্ড মুইয়া (২:১০:৪২) এবং তৃতীয় স্থান অর্জন করে কেনিয়ার আলবার্ট কানগোগো (২:১০:৪৪)। একই সময়ে মহিলাদের ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অর্জন করে ইরিত্রিয়ার নাজরেট ওয়েল্ডু (২:২৪:০৮),দ্বিতীয় স্থান করে কেনিয়ার ফেইথ চীপ কোচ (২:২৬:২২) এবং তৃতীয় স্থান অর্জন করে কেনিয়ার রেবেকা তানুই (২:২৬:৫৩)
২০২৩ সালে ৪০তম ভিয়েনা সিটি ম্যারাথনের একই দূরত্ব অতিক্রম করতে কেনিয়ার স্যামুয়েল মেইলু সময় নিয়েছিল ২:০৫:০৮ ঘন্টা। ফলে এবার চালা রেগাসা গত বছরের রেকর্ড ভাঙ্গতে পারেনি। বিজয়ী ইথিওপিয়ান চালা রেগাসা ভিয়েনা ম্যারাথন দৌড়ে এর আগেও অনেকবার অংশগ্রহণ করেছেন। ফলে ভিয়েনা সিটি ম্যারাথনে তার ভালো অভিজ্ঞতা আছে।
ভিয়েনার সিটি ম্যারাথনের আয়োজক ভিয়েনা প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে এই বছর ১৪৩টি দেশের মোট ৪২,৬২৫ জন প্রতিযোগী ম্যারাথনের জন্য নাম নিবন্ধন করেছেন। যা ভিয়েনা সিটি ম্যারাথনের ইতিহাসে এই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী।
সকাল নয়টায় ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের দানিউব (Donau) নদীর ওপর Reichsbrücke (ব্রিজ) থেকে এই ৪১তম ভিয়েনা সিটি ম্যারাথন দৌড় শুরু হয়। ভিয়েনা শহরের রাজপথ ঘুরে পড়ে ভিয়েনা সিটি হলে গিয়ে দৌঁড় শেষ হয়। ম্যারাথন উপলক্ষে ভিয়েনা শহরের রাজপথের অধিকাংশ রাস্তা সকাল ৮টা বেলা দুইটা পর্যন্ত বন্ধ ছিল। ফলে এই সময়ে ভিয়েনার অনেক রুটে গণপরিবহনের বাস ও ট্রাম চলাচল করেনি।
ম্যারাথন উপলক্ষে আজ সমগ্র ভিয়েনা উৎসব মুখর ছিল। নিম্নচাপের কারনে কিছুটা ঠান্ঠা আবহাওয়া উপেক্ষা করে ভিয়েনা বাসীদের ছোট বাচ্চাদের সহ পরিবার-পরিজন নিয়ে ম্যারাথন দৌঁড় উপভোগ ও প্রতিযোগীদের উৎসাহ দিতে দেখা গেছে।
৪১তম ভিয়েনা সিটি ম্যারাথনে আজ সেরা অস্ট্রিয়ান দৌড়বিদ ছিলেন ৩৩ বছর বয়স্ক পুলিশ অফিসার মারিও বাউর্নফিন্ড। তিনি ম্যারাথনের নির্দিষ্ট দূরত্ব ২:১৪:১৯ ঘন্টায় অতিক্রম করে ১৫তম স্থান অর্জন করেন।
bdnewseu/22April/ZI/Austria