• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

পর্তুগালে দুই দশক ধরে আটকে রাখা ব্যক্তিকে গুরুতর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪

পর্তুগালে দুই দশক ধরে আটকে রাখা ব্যক্তিকে গুরুতর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে৷বুধবার পর্তুগালের পুলিশ এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে একটি বিবৃতিতে বলে, আটকে রাখা ব্যক্তিকে গুরুতর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে৷এছাড়া, এত বছর ধরে তিনি শ্রম নির্যাতনেরও শিকার হন৷ অভিযুক্ত চারজন এই ব্যক্তিকে অন্যান্য খামারে কাজ করতে ‘ভাড়ায়’ খাটাতেন৷

প্রায় দুই দশক ধরে নির্যাতন

আটক ব্যক্তির মানসিক দুর্বলতা রয়েছে এবং তার পরিবারেও কেউ নেই৷ প্রায় দুই দশক ধরে কাজ করানো হলেও বিনিময়ে তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি৷ তার চলাফেরার ওপরেও ছিল অভিযুক্তদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ৷তার সমস্ত কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথিও রাখা ছিল অভিযুক্তদের কাছেই, জানায় পুলিশ৷পুলিশ আরো জানায়, ‘‘তিনি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকতেন, রাত কাটাতেন একটি ভ্যানে… জীবনযাপনের ন্যূনতম মান ছাড়া, স্বাস্থ্য পরিষেবা ছাড়া, খারাপ খাবার খেয়ে৷ তিনি একটি গুরুতর দুর্ঘটনার শিকার হবার পরেও অভিযুক্তরা তার কোনো দিন চিকিৎসা করায়নি৷”

দীর্ঘ দিন ধরে চলা অত্যাচারের ফলে আটক থাকা ব্যক্তির চলাফেরার ক্ষমতা  ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কোনোমতে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং এখন বিশেষ চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ৷অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ৷ তাদের সকলেরই বয়স ৩৭ থেকে ৪৪৷ গ্রেপ্তারের পর, মানবপাচার, দাসত্ব ও জালিয়াতির দায়ে তাদের জেরা করা হবে বিচারকের সামনে৷

পর্তুগালে মানবপাচারের ঘটনা

পর্তুগালে, বিশেষ করে দেশটির কৃষিখাতে, বাড়ছে মানবপাচার ও শ্রমিক নির্যাতনের ঘটনা৷ বিনা পারিশ্রমিকে বিভিন্ন খামারে গরিব অভিবাসীদের কাজ করানোর ঘটনাও সামনে এসেছে সাম্প্রতিক সময়ে৷গত বছর নভেম্বরে, পর্তুগালের দক্ষিণাঞ্চল আলেনতেহোর কয়েকশ খামারে অভিযান চালায় পুলিশ৷ মানবপাচার ও শ্রমিক নির্যাতনের দায়ে গ্রেপ্তার হন ২৮জন৷

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে, পর্তুগিজ কর্তৃপক্ষ মোট এক হাজার ১৫২ জনকে মানবপাচারের শিকার হিসাবে চিহ্নিত করেছে বলে ২০২২ সালের জুনমাসে জানায় কাউন্সিল অফ ইউরোপ৷সেই সময়, সংস্থাটি জানায় যে, যত জন মানবপাচারের শিকারকে চিহ্নিত করা গেছে, সেই তুলনায় পর্তুগালে তদন্ত, বিচার ও শাস্তির সংখ্যা কম৷র পুলিশ এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে একটি বিবৃতিতে বলে, আটকে রাখা ব্যক্তিকে গুরুতর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে৷এছাড়া, এত বছর ধরে তিনি শ্রম নির্যাতনেরও শিকার হন৷ অভিযুক্ত চারজন এই ব্যক্তিকে অন্যান্য খামারে কাজ করতে ‘ভাড়ায়’ খাটাতেন৷

প্রায় দুই দশক ধরে নির্যাতন

আটক ব্যক্তির মানসিক দুর্বলতা রয়েছে এবং তার পরিবারেও কেউ নেই৷ প্রায় দুই দশক ধরে কাজ করানো হলেও বিনিময়ে তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি৷ তার চলাফেরার ওপরেও ছিল অভিযুক্তদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ৷তার সমস্ত কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথিও রাখা ছিল অভিযুক্তদের কাছেই, জানায় পুলিশ৷পুলিশ আরো জানায়, ‘‘তিনি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকতেন, রাত কাটাতেন একটি ভ্যানে… জীবনযাপনের ন্যূনতম মান ছাড়া, স্বাস্থ্য পরিষেবা ছাড়া, খারাপ খাবার খেয়ে৷ তিনি একটি গুরুতর দুর্ঘটনার শিকার হবার পরেও অভিযুক্তরা তার কোনো দিন চিকিৎসা করায়নি৷”

দীর্ঘ দিন ধরে চলা অত্যাচারের ফলে আটক থাকা ব্যক্তির চলাফেরার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কোনোমতে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং এখন বিশেষ চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ৷অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ৷ তাদের সকলেরই বয়স ৩৭ থেকে ৪৪৷ গ্রেপ্তারের পর, মানবপাচার, দাসত্ব ও জালিয়াতির দায়ে তাদের জেরা করা হবে বিচারকের সামনে৷

পর্তুগালে মানবপাচারের ঘটনা

পর্তুগালে, বিশেষ করে দেশটির কৃষিখাতে, বাড়ছে মানবপাচার ও শ্রমিক নির্যাতনের ঘটনা৷ বিনা পারিশ্রমিকে বিভিন্ন খামারে গরিব অভিবাসীদের কাজ করানোর ঘটনাও সামনে এসেছে সাম্প্রতিক সময়ে৷গত বছর নভেম্বরে, পর্তুগালের দক্ষিণাঞ্চল আলেনতেহোর কয়েকশ খামারে অভিযান চালায় পুলিশ৷ মানবপাচার ও শ্রমিক নির্যাতনের দায়ে গ্রেপ্তার হন ২৮জন৷২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে, পর্তুগিজ কর্তৃপক্ষ মোট এক হাজার ১৫২ জনকে মানবপাচারের শিকার হিসাবে চিহ্নিত করেছে বলে ২০২২ সালের জুনমাসে জানায় কাউন্সিল অফ ইউরোপ৷

সেই সময়, সংস্থাটি জানায় যে, যত জন মানবপাচারের শিকারকে চিহ্নিত করা গেছে, সেই তুলনায় পর্তুগালে তদন্ত, বিচার ও শাস্তির সংখ্যা কম৷

Source-dw,Reuters

bdnewseu/3May/ZI/Portugal


আরো বিভন্ন ধরণের নিউজ