২১ ডিসেম্বর শনিবার এথেন্সে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বিজয় দিবস পালিত হচ্ছে।গ্রিসের বাংলাদেশ কমিউনিটির বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত হয়েছে।কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, সিনিয়র সহ সভাপতি জসীমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রতিটা দোকান মহল্লায় প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে প্রবাসীদেরকে শনিবার একুশে ডিসেম্বর অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। উক্ত আহবানে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আনন্দ পরিলক্ষিত করা গেছে কারণ হিসেবে প্রবাসী অনেক বাংলাদেশী উল্লেখ করেছেন দীর্ঘদিন পরে কমিউনিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন বিশাল একটি আনন্দের।দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসনের প্রভাব সুদূর প্রবাসে ও এসে ভর করেছিল সেই জায়গা থেকে পরিবর্তত পরিস্থিতির পরবর্তী অনুষ্ঠানকে মানুষ অনেক বেশি সুদৃষ্টিতে দেখেছে বলে অনেকের মন্তব্য থেকে অনুভব করা গেছে।
এ বিষয়ে কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি জসীমউদ্দীন গ্রিস প্রবাসী বাংলাদেশী সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে তিতাস বাংলায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ কমিউনিটির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। উনার সাথে আরো উপস্থিত থাকবেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
বাংলাদেশ কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জসীমউদ্দীন এ প্রতিবেদককে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন শারীরিক অসুস্থতা জনিত কারণে গ্রিসের সরকারি হসপিটালে ভর্তি থাকার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য গ্রিস প্রবাসী বাংলাদেশীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পাশাপাশি উনার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক প্রতিবেদকের সাথে উল্লেখ করেন যে বাংলাদেশ কমিউনিটি যেহেতু একটি অরাজনৈতিক সংগঠন এখানে কোন মতভেদ না রেখে সকলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করা গ্রীস প্রবাসী সকলের উচিত বলে তিনি মনে করেছেন।
Economist/20December/ZI/Athens