• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ক্রিকেটার রুবেলের শো রুম উদ্বোধন করলেন সাকিব

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪

ক্রিকেটার রুবেলের শো রুম উদ্বোধন করলেন সাকিব।দুজনেই একসাথে খেলেছেন বাংলাদেশের হয়ে। একজন অলরাউন্ড নৈপুন্যে দেশকে জিতিয়েছেন অনেক ম্যাচ, আরেকজন আগুনে গোলা নিক্ষেপে তছনছ করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। সেই সাকিব আল হাসান আর রুবেলের সৌহার্দ্য কেবলমাত্র মাঠেই নয়, তাদের সম্পর্ক আর বন্ধুত্ব এর বাইরেও বিস্তৃত। শনিবার (৪ মে) রুবেলের বাইক শো রুমের উদ্বোধনে দেখা গেলো সাকিবকে।

জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড ইয়াহামার ডিলার শো রুম নিয়েছেন রুবেল।সেখানে আরও উপস্থিত ছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। রুবেলের এই শো রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে।

সাকিবের উপস্থিত থাকার কথা আগেই গণমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় সেখানে এসে পৌঁছান সাকিব। এর আগে সেখানে এসে উপস্থিত হন নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান। পরবর্তীতে উদ্বোধনের সময় সেখানে যুক্ত হন কোচ সালাউদ্দিন, ক্রিকেটার হাসান মাহমুদ, শফিউল ইসলাম ও ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন।

উল্লেখ্য, এক সময় লাল-সবুজ জার্সিতে দুর্দান্ত সময় পার করা পেসার রুবেল বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য নিয়মিত খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এবার ক্রিকেটের বাইরে নতুন এক পরিচয়ে হাজির হলেন তিনি।

bdnewseu/5May/ZI/Rubel


আরো বিভন্ন ধরণের নিউজ