• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

তুরস্কে প্রাচীন গির্জাকে মসজিদে রুপান্তরিত, খুলে দেওয়া হলো মুসল্লিদের জন্য

আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪

তুরস্কে প্রাচীন গির্জাকে মসজিদে রুপান্তরিত, খুলে দেওয়া হলো মুসল্লিদের জন্য।তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্সের একটি প্রাচীন গির্জাকে মসজিদে রূপান্তর করে গত সোমবার তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। চার বছর আগে গির্জাটিকে মসজিদে রূপান্তর করা নির্দেশ দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যোপ এরদোয়ান।মধ্য প্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ ও সাবা জানিয়েছে, মসজিদে রূপান্তর করার পর এটির নাম দেওয়া হয়েছে ‘করিয়ে মসজিদ’। এটি মূলত বাইজেন্টাইন সাম্রাজের একটি গির্জা। ৬মে ২০২৪ ইং সোমবার আঙ্কারায় অবস্থিত প্রেসিডেন্ট ভবন থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটি নামাজের জন্য খুলে দেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এর আগেও আয়া সোফিয়া নামের একটি প্রাচীন গির্জাকেও মসজিদে রূাপান্তর করা হয়েছে এরদোয়ানের নির্দেশে। প্রথমে গির্জাটিকে মসজিদ বানিয়ে ‘জাদুঘর’ করার ঘোষণা দেওয়া হয়। এরপর তা আবারও মসজিদে রূপান্তর করা হয়।

কারিয়ে মসজিদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রথমে এটিকে গির্জা থেকে মসজিদে রূপান্তর করা হয়েছে। এরপর জাদুঘর করার ঘোষণা দেওয়া হয়। পরে গত সোমবার ৬ মে তা আবারও মসজিদে রূপান্তর করা হয়।

বার্তা সংস্থা এএফপি ওই মসজিদের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মসজিদের সামনে তুর্কি পতাকা উড়ছে।
সূত্র -সাবা, আরব নিউজ

bdnewseu/8May/ZI/Turkey


আরো বিভন্ন ধরণের নিউজ