• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

গ্রিসের বিরোধী দল সিরিজার প্রধান নেতার প্রথম আনুষ্ঠানিক সমকামী বিয়ের তারিখ ঘোষণা

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স (ইউরোপ) গ্রিস
আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪

ক্যাসেলাকিস এবং ম্যাকবেথ বিয়ের তারিখ ঘোষণা করেন।গ্রিসের বিরোধী দল সিরিজার প্রধান নেতার প্রথম আনুষ্ঠানিক সমকামী বিয়ের তারিখ ঘোষণা।প্রধান বিরোধী SYRIZA নেতা স্টেফানোস ক্যাসেলাকিস এবং তার স্বামী, টাইলার ম্যাকবেথ, ঘোষণা করেছেন যে তাদের গ্রিক বিবাহ আগস্টের শেষে ক্রেটে অনুষ্ঠিত হবে।“T&S ওয়েডিং … এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য আমাদের প্রিয় জায়গাগুলির একটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাতে আমরা খুবই উত্তেজিত ও আনন্দিত…. XOXO Tyler & Stefanos,” গ্রিক মিডিয়াতে প্রচারিত আমন্ত্রণটি পড়ে শোনান এবং অনুষ্ঠানের একটি চিত্র তুলে ধরেন ৷

আমন্ত্রণপত্রে বলা হয়েছে যে অনুষ্ঠানটি চার দিন চলবে, ২৮-৩১ আগস্ট পর্যন্ত,গ্রিসের অন্যতম দ্বীপ ক্রিতি হানিয়াতে এই সমকামী দম্পতির বিয়ে সম্পন্ন হবে।আগেই জানা গিয়েছিল যে বিয়ে হবে কাসেলাকিসের পৈতৃক গ্রাম স্কিনসে।

ফেব্রুয়ারিতে, গ্রিস প্রথম খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে সমকামী বিয়েকে আনুষ্ঠানিক বৈধতা দেয় ফলে এই দম্পতি গ্রিসে নিজেদের সমকামী বিয়ে টির আনুষ্ঠানিক স্বীকৃতির পদক্ষেপ গ্রহণ করেছেন।

উল্লেখ্য যে ক্যাসেলাকিস এবং ম্যাকবেথ ইতিমধ্যে বিবাহিত। ২০২৩ সালের অক্টোবরে, গ্রিসের প্রধান বিরোধী দল সিরিজার প্রধান নেতা হিসাবে দলে আলেক্সিস সিপ্রার স্থলাভিষিক্ত হওয়ার পর তার নির্বাচনের এক মাস পরে, নিউইয়র্কের ব্রুকলিন সিটি হলে অনুষ্ঠিত একটি সমকমী অনুষ্ঠানে তাদের বিয়ে হয়েছিল তখনো গ্রিস সমকামী বিয়ের আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়নি।
bdnewseu/20May/ZI/Greece


আরো বিভন্ন ধরণের নিউজ