বিগত ৯ ডিসেম্বর বুধবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিখ্যাত বিমান নির্মানকারী প্রতিষ্ঠান এয়ারবাস (Airbus) এর সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে।
এই চুক্তির আওতায় এয়ারবাসের কারিগরি সহযোগিতায় বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় এপ্রুভড ট্রেনিং অরগানাইজেশন (Approved Training Organisation) এবং এপ্রুভড মেইনটেইনেন্স অরগানাইজেশান (approved maintenance organisation) হিসেবে নিজেদের সক্ষমতা তৈরি করবে। বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য লালমনিরহাটে পূর্নাঙ্গ ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। দেশের উচ্চ শিক্ষা, বৈমানিক প্রশিক্ষণ, কারিগরি ও প্রকৌশল শিক্ষা, এবং উচ্চমানের বিমান ও মহাকাশ গবেষণার জন্য এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, দেশি-বিদেশি বিমান পরিচালনা ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে কাজ করবে। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ডঃ সাজ্জাদ হোসেন, এবং জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের মান্যবর রাষ্ট্রদূতগন। বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক ও এয়ারবাসের পক্ষে জোহান প্যালিসিয়ের ও ডেভিড পার্ভেরি চুক্তি সাক্ষর করেন।
বিডিনিউজ ইউরোপ /১০ ডিসেম্বর / জই