• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

এথেন্স বিমানবন্দরে পানাথিনাইকোস দল কে উষ্ণ অভ্যার্থনা জানিয়েছেন লক্ষ্যাধিক গ্রিক জনগন

bdnewseu online desk Sports greece
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

ইউরোপীয় চ্যাম্পিয়নদের প্রতিনিধি দল পরিকল্পনা অনুযায়ী সোমবার সকালে জার্মান রাজধানী থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয় এবং কাপটি… লাগেজে নিয়ে দুপুরে “এলেফথেরিওস ভেনিজেলোস”-এ অবতরণ করে।ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে হাজার হাজার পানাথিনাইকোস সমর্থক বিমানবন্দরে জড়ো হয়েছেন।এল. ভেনিজেলোস ইতিমধ্যে “ক্লোভার” এর বন্ধুদের দ্বারা ডুবে গেছে।প্যানাথিনাইকোস শার্টে সপ্তম তারকা সেলাইয়ের উদযাপন বার্লিন থেকে শুরু হয়েছে, যেখানে রবিবার রাতে, 5/26, “সবুজ” 13 বছর পর ইউরোলিগের শীর্ষে ফিরে এসেছে এবং এথেনিয়ার মাটিতে শেষ হবে৷”এল.ভেনিজেলোস”।এথেন্স বিমানবন্দরে পানাথিনাইকোস দল কে উষ্ণ অভ্যার্থনা জানিয়েছেন লক্ষ্যাধিক গ্রিক জনগন।

ইউরোলিগ চ্যাম্পিয়নশিপ জয়ী গ্রিক বাস্কেটবল দলকে অভ্যর্থনা জানাতে সোমবার লক্ষ্যাধিক পানাথিনাইকোস সমর্থক এথেন্স এলেফথেরিওস ভেনিজেলোস বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানাতে জড়ো হয়েছিল।

রবিবারের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৮০-৯৫ গোলে পরাজিত করা পানাথিনাইকোসের ৭ম ইউরোলিগ শিরোপা জয় লাভ করেছে। সেই বিজয় উদযাপনের জন্য বিকেল থেকেই ভক্তরা বিমান বন্দরে জড়ো হয়েছিল।

বিজয়ী দলটি দুপুর ২:৩০ মিনিটে এথেন্স বিমান বন্দরে পৌঁছায় এবং ওএকা, পানাথিনাইকোসের হোম স্টেডিয়ামের উদ্দেশ্যে একটি খোলা সবুজ বাসে চড়ে।বিজয়ী দলের সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে নারী শিশু বৃদ্ধ ও তরুণদের অভিনন্দনে সিক্ত হয়েছে বিজয়ী খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সকলে।

শোভাযাত্রার মাধ্যমে ওয়াকা স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে সংবর্ধিত হলেন গ্রিসের বাস্কেটবল খেলোয়াড় গণ।

bdnewseu/28May/ZI/Greece

 


আরো বিভন্ন ধরণের নিউজ