পূর্ব আটিকার দাবানল আংশিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। গ্রিসে গ্রীষ্মকাল শুরু হলেই দাবানল মোকাবেলায় গ্রিকদের খুবই বেগ পেতে হয় প্রতিবছর। গ্রিসে চলতি সপ্তাহে সামান্য গরম বেড়েছে এতেই দাবানলে জ্বলছে এথেন্সের নিকটবর্তী স্থানে। বিগত বছরগুলোতে দাবানল সৃষ্টিতে বেশ কিছু লোককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করলেও এই কৃত্রিম সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে প্রতিবছর গ্রিক সরকারকে দারুণ লোকসান গুনতে হয়।
অগ্নিনির্বাপক কর্মীরা বুধবার পূর্ব আটিকার ভারিম্পোম্পি এলাকায় একটি দাবানল আংশিক নিয়ন্ত্রণে নিয়ে এনেছে বলে স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে।এই দাবানল মোকাবেলায় বুধবারদুপুর ২:১০ মিনিটের দিকে একটি জনবসতি এলাকার কাছে আগুন লাগে। প্রায় ৩০টি দমকলকর্মী, ১০টি ফায়ার ট্রাক, ২টি অগ্নিনির্বাপক বিমান এবং ২টি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
স্থানীয় স্বেচ্ছাসেবকরাও আগুন নেভানোর প্রচেষ্টায় যথেষ্ট অবদান রাখছেন বলে ফায়ার সার্ভিসের কর্মীরা এমনটি জানিয়েছেন। সূত্র -কাতিমিরিনি
bdnewseu/6June/ZI/Athens