• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ইউরো জোনে সুদের হার কমিয়েছে

Kabir Ahmed International desk bdneu
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ইউরো জোনে সুদের হার কমিয়েছে উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও ২০১৯ সালের পর এই প্রথম ইসিবি ইইউ দেশ সমূহে সুদের হার কমানোর কথা জানিয়েছে।বৃহস্পতিবার (৬ জুন) ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায়। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইউরো জোনের জন্য ইসিবি ব্যাংক সুদের হার রেকর্ড পরিমান কমিয়ে ১ শতাংশ থেকে শূন্য (০)দশমিক ৭৫ শতাংশ করেছে।

ইউরো জোনের অর্থনীতি যখন ধারাবাহিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে তখনই ইউরোপের সেন্ট্রাল ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক তাদের ডিপোজিটের হার ০ দশমিক ২৫ শতাংশ থেকে কমিয়ে শূন্যতে নিয়েছে।বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইসিবি এ ধরনের সিদ্ধান্ত অন্যান্য সেন্ট্রাল ব্যাংক যেমন- ব্যাংক অব ইংল্যান্ডের আরও ৫০ মিলিয়ন ইউরোর প্রণোদনা ঘোষণা এবং দি ব্যাংক অব চাইনার সুদের হার কমানোর সিদ্ধান্তের সাথে যথেষ্ট সামঞ্জস্য মনে করছেন অর্থনীতিবিদরা।

চলতি সপ্তাহের প্রথম দিকে এক জরিপে দেখা গেছে, জুন মাসে ইউরোজোনের সেবা খাত ক্রমান্বয়ে সংকুচিত হয়ে এসেছে এবং এর ফলে ওই অঞ্চলে মানুষের মাঝে ব্যবসায়িক আস্থা কমেছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি বলেছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরোজোনের অর্থনৈতিক বৃদ্ধি হয়নি কিন্তু বছরের শেষে যেকোনও ভাবে এ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা উচিত।

তিনি বলেন, ইউজোনোর অর্থনীতি সংকটের মুখে পরেছে কিন্তু এ মুদ্রাস্ফিতি ওই অঞ্চলের অর্থনীতির জন্য হুমকি নয়। একইসাথে ইউরোজেনের অর্থনৈতিক বিকাশ এখনও দুর্বল বলে তিনি উল্লেখ করেন।

সেন্ট্রাল ব্যাংকের এ সিদ্ধান্ত ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে মারিও দ্রাগিকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। ইউরো জোনের বর্তমান অর্থনৈতিক অবস্থা ২০০৮ সালের মতো খারাপ কি-না জানতে চাইলে তিনি বলেন অবশ্যই না, আমরা ২০০৮ সালের মতো এতো খারাপ অবস্থানে নেই।
bdnewseu/7June/ZI/europe


আরো বিভন্ন ধরণের নিউজ