লঙ্কানদের হারিয়ে টাইগার্সদের বিশ্বকাপের শুভ যাত্রা:Bangladesh 🇧🇩125/8, Sri Lanka 🇱🇰124/9 ,ICC T20 Worldcup 20224 Dallas USAআইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপে শুক্রবার রাতে(৭ জুন) বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে২ উইকেটে হারিয়েছে।যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রী লঙ্কার বিরুদ্ধে ২ উইকেটে জয়লাভ করে, যেটা টি২০ বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত টাইগার্স দের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়।
বাংলাদেশ টসে জিতে শ্রী লঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শ্রী লঙ্কার শুরুটা ভাল হলেও, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের অসাধারণ বোলিং-এর মুখে তাদের ইনিংস ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে শেষ হয়।উদ্বোধনী ব্যাটার পাথুম নিসাঙ্কার ৪৭ এর পরে আর কেউ তেমন সুবিধা করতে পারেনি। মুস্তাফিজ ১৭ রানে ৩টি এবং রিশাদ হোসেন ২২ রানে ৩টি উইকেট পান।
এই টার্গেট – ২০ ওভারে ১২৫ রান – বাংলাদেশের
জন্য খুব বেশি কঠিন হবার কথা ছিল না। কিন্তু ব্যাটিং-এর শুরুতে বাংলাদেশ বিপর্যয়ের মুখে পরে এবং ৬ ওভার শেষ হবার আগেই ২৮ রানে ৩ উইকেট হারায়। তবে তৌহিদ হৃদয়ের মারমুখী ২০ বলে ৪০ এবং লিটন দাসের ৩৬ দলকে খেলায় ফিরিয়ে আনে।
শেষের দিকে দ্রুত তিনটি উইকেট পড়লেও, মাহমুদউল্লাহ মাথা ঠাণ্ডা রেখে এক ওভার বাকি থাকতে দলকে বিজ য়ের লক্ষ্যে পৌঁছে দেন।
bdnewseu/8June/ZI/Cricket