• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ভিয়েনায় সাফল্যের সাথে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করল তরুণ হাফেজ মোহাম্মদ আহমেদ

Kabir Ahmed diplomatics correpondent International desk
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ভিয়েনায় সাফল্যের সাথে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করল তরুণ হাফেজ মোহাম্মদ আহমেদ।ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস টেকনিকুম ভিয়েনা থেকে অত্যন্ত সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি(গ্র্যাজুয়েশন) অর্জন করল অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির হাফেজ মোহাম্মদ আহমেদ।বুধবার (২৬ জুন) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ মোহাম্মদ সহ অন্যান্যদের সনদ প্রদান করা হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ছাড়াও গ্র্যাজুয়েশন সম্পন্ন কারীদের সাথে তাদের অভিভাবক সহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (জৈব চিকিৎসা প্রকৌশল) বলতে বুঝায়, মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে চিকিৎসা বিজ্ঞান ও জীববিজ্ঞানের ওপরে প্রকৌশলবিদ্যার নীতি ও নকশার প্রয়োগ করে সৃষ্ট একটি আন্তঃশাস্ত্রীয় জ্ঞানের শাখা। এটি জৈব প্রকৌশল নামক জ্ঞানের শাখার একটি বিশেষায়িত ক্ষেত্র।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস টেকনিকুম ভিয়েনা’ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০০ সালে ভিয়েনার ফলিত বিজ্ঞানের প্রথম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। এটি অস্ট্রিয়ার ফলিত বিজ্ঞানের বৃহত্তম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি বারোটি বিভাগে স্নাতক ডিগ্রি এবং আঠারোটি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছে। বিশ্ববিদ্যালয়টি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন (EUA)
এর সদস্য।

মোহাম্মদ আহমেদ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক
সহ সভাপতি মরহুম মিনহাজ উদ্দিন আহমেদ (খোকন)এর ছোট ছেলে। তাছাড়াও মোহাম্মদ আহমেদ বিডি
নিউজ ইউরোপের কূটনৈতিক প্রতিনিধি ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বর্তমান সভাপতি কবির আহমেদ এর ভাতিজা।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণ হাফেজ মোহাম্মদ আহমেদ তার মরহুম পিতার অস্ট্রিয়ান নাগরিকত্বের সুবাধে ২০০৪ সালে পরিবারের অন্যান্যদের সাথে ভিয়েনায় আসে। মোহাম্মদ ভিয়েনার স্থানীয় স্কুলে অধ্যায়নের পাশাপাশি ভিয়েনার মাদানী কোরআন স্কুল থেকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ও পরিচালক ড.ফারুক আল মাদানীর তত্ত্বাবধানে কোরআনে হাফেজ হন।

মোহাম্মদ আহমেদ এর মা শামসুননাহার আহমেদ ছেলের অসাধারণ সাফল্যে মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেন। তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে তার সন্তানের অনাগত উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।

bdnewseu/27June/ZI/vienna


আরো বিভন্ন ধরণের নিউজ