• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

বিশ্বে মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহরের তালিকায় আবারও ভিয়েনা প্রথম

Kabir Ahmed diplomatics correspondent International desk
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

বিশ্বে মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহরের তালিকায় আবারও ভিয়েনা প্রথম।এবছরও বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহরের ধারাবাহিক মর্যাদা পেল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।বৃহস্পতিবার (২৭ জুন) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আর তৃতীয় স্থানে রয়েছেসুইজার ল্যান্ডের শহর জুরিখ।

তারপর প্রথম দশের মধ্যে রয়েছে যথাক্রমে চতুর্থ অস্ট্রেলিয়ার মেলবোর্ন,পঞ্চম কানাডার ক্যালগেরি,ষষ্ঠ সুইজারল্যান্ডের জেনেভা নগরী,সপ্তম অস্ট্রেলিয়ার সিডনি,অষ্টম কানাডার ভ্যানকুভার, নবম জাপানের ওসাকা এবং দশম স্থান পেয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। এবছর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬৮তম। গত বছর ১৬৬তম স্থানে থাকা ঢাকার অবস্থান এবছর আরও দুই ধাপ পিছিয়েছে। এ বছর পাকিস্তানের প্রধান শহর করাচীর ঠিক ওপরে স্থান পেয়েছে ঢাকা।

তালিকায় সবার শেষে আছে সিরিয়ার রাজধানী দামেস্ক। নিচ থেকে শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো ত্রিপলি, আলজিয়ার্স, লাগোস ও করাচী।বাসযোগ্যতার তালিকা তৈরির সময় পাঁচটি মাপকাঠিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে আছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ শিক্ষা ও অবকাঠামো।

ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, ১৭৩টি শহরের গড় স্কোর ছিল ১০০ এর মধ্যে ৭৬ দশমিক ১, যা গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। তবে, ভূরাজনৈতিক সংঘাত, গণঅসন্তোষ ও আবাসন সংকট অনেক শহরেই প্রকট ছিল বলে প্রতিবেদনে উঠে আসে।
bdnewseu/28June/ZI/Vienna

 


আরো বিভন্ন ধরণের নিউজ