রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স।ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে পর্তুগিজদের পরাজিত করেছে ফরাসিরা।
শুক্রবার (৫ জুলাই) জার্মানির হামবুর্গে ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুই বড় দল ফ্রান্স ও পর্তুগাল। আগে থেকেই ফুটবলের দুই মহাতারকার একজনকে বিদায় দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল মাঠটি। শেষ পর্যন্ত রোনালদোকেই বিদায় নিতে হলো।
আজ এক রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনাল দেখেছে হামবুর্গ। গোলশূন্য ১২০ মিনিটের পর টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। পর্তুগালের সঙ্গে ইউরো মঞ্চ থেকে বিদায় নিলেন রোনালদোও।
bdnewseu/6July/ZI/EuroCup